Logo
Logo
×

খেলা

প্রথম সেশন পক্ষে আসলেও স্বস্তিতে নেই বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:২৯ পিএম

প্রথম সেশন পক্ষে আসলেও স্বস্তিতে নেই বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আগের দিন বিনা উইকেটে ৬৫ রান তুলে নিয়েছিল জিম্বাবুয়ে। সফরকারীদের আজকের সকালটি ভালো যায়নি। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ৬৮ রান তুলতে হারিয়েছে ৪ উইকেট। নাহিদ রানার তোপ দাগার দিনে প্রথম সেশন পক্ষে আসলেও মোটাদাগে স্বস্তিতে নেই বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৩৩ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে আছে ৫৮ রানের। লাঞ্চ বিরতির পর নাজমুল হোসেন শান্ত ব্রিগেড দ্রুত উইকেট তুলতে না পারলে, লিডের পথে এগোবে সফরকারীরা।

প্রথম সেশন শেষে জিম্বাবুয়েকে টানছেন শন উইলিয়ামস। ৩৩ রানে ব্যাট করছেন এই টপ অর্ডার। ৪ রানে তাকে সঙ্গ দিচ্ছেন ওয়েসলি মাধবেরে।

আজ সকালে নাহিদ দাগেন তোপ। ৬৯ রানের জুটি ভেঙে ফেরান বেন কারানকে (১৮)। এরপর ফিফটি ছাড়ানো ব্রায়ান বেনেটকে (৫৭) উইকেটের পেছনে ক্যাচ বানান। মাঝে নিক উইলসকে বোল্ড করে ম্যাচের হাল পক্ষে আনেন হাসান।

তবে এরপর উইলিমাস ধরেন ম্যাচের হাল। এখনও তিনি অপরাজিত আছেন। লাঞ্চ বিরতির আগে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিনকে ফিরিয়ে অবশ্য স্বস্তির সেশন আনেন নাহিদ। তবে সিলেট টেস্টে টাইগারদের স্বস্তি আনতে অনেকটা কাজ করতে হবে নাহিদদের।

বাংলাদেশ দল জিম্বাবুয়ে সিলেট টেস্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম