হায়দরাবাদকে হারানোর নায়ক বললেন তিনি এখনো শিখছেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
এবারের আইপিএলটা ভালো যাচ্ছিল না আসরের অন্যতম ফেভারিট মুম্বাই ইন্ডিয়ান্সের। সানরাইজার্স হায়দরাবাদের অবস্থা অবশ্য তাদের চেয়েও সূচনীয়। এই অবস্থায় দুই দলের লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে মুম্বাই। হায়দরাবাদের দেওয়া ১৬৩ রানের টার্গেট ১১ বল ও ৪ উইকেট হাতে রেখে টপকে গেছে হার্দিক পান্ডিয়ার দল। হায়দরাবাদকে একরকম একাই হারিয়ে দিয়ে ম্যাচসেরা উইল জ্যাকস বলছেন তিনি এখনো শিখছেন।
এ জয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্তান এখন মুম্বাইয়ের। ৭ ম্যাচে দলটির পয়েন্ট এখন ৬। অন্যদিকে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে হায়দরাবাদের অবস্থান তালিকার ৯ নম্বরে। তালিকায় ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে দিল্লি ক্যাপিটালস।
এদিন মুম্বাইয়ের জয়ের নায়ক জ্যাকস। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩ ওভার হাত ঘুরিয়ে ১৪ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন তিনি। পরে ব্যাট হাতে ২৬ বলে ৩৬ রানের কার্যকর এক ইনিংস খেলেছেন। যা মুম্বাইয়ে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রেখেছে।
হার্দিক পান্ডিয়াও ম্যাচ শেষে তাই প্রশংসা করতে ভুলেননি। বলেন, ‘আমরা যেভাবে বল করেছি তা খুবই স্মার্ট ছিল। বোলারদের কৃতিত্ব যে আমরা তাদের কিছু শট খেলতে বাধ্য করেছি। আমরা তাদের চাপে রেখেছিলাম। আমরা খুব স্মার্টভাবে ইয়র্কারগুলি কার্যকর করেছি। উইল জ্যাকস আজ বেশ কার্যকর ছিল।’
উইল জ্যাকস ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে বলেন, ‘টুর্নামেন্টটি আমার এবং দলের জন্য অবিশ্বাস্যরকম হতাশাজনক ছিল। তাই আজ জয় পেয়ে খুব খুশি। নতুন ফ্র্যাঞ্চাইজিতে মানিয়ে নিতে আমার কিছুটা সময় লেগেছে, এখন সব ঠিকঠাক এবং আত্মবিশ্বাসী। দুর্দান্ত সেটআপ, অনেক তারকা খেলোয়াড় আছেন এখানে, যাদের কাছ থেকে শেখার আছে, সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছি।’
