
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ১১:৫০ এএম
বাবর এখন পাকিস্তানের মাথাব্যথার কারণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩২ পিএম
-67ff6b2696628.jpg)
আরও পড়ুন
বাবর আজম একটা সময় ছিলেন পাকিস্তানের সবচেয়ে বড় ভরসার নাম। তবে সোনালী সময়ের সে ফর্ম এখন সুদূর অতীত। বাবর নিজেকে হারিয়ে খুঁজছেন এখন। সব মিলিয়ে তার ফর্মটা এখন পাকিস্তানের মাথাব্যথার কারণ। এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ব্যাটার এবং বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ।
মঙ্গলবার সামা টিভির ‘জোর কা ঝোর’ নামের একটি টক শোতে তিনি বলেন, ‘পিএসএলে টানা দুই ম্যাচে ব্যর্থ হয়েছে বাবর আজম। আগের মতো এখন শুধু টেকনিক্যাল সমস্যা নেই, মানসিক চাপে আছে বলেই রান পাচ্ছে না।’
টেস্টে বাবরের সবশেষ সেঞ্চুরিটা এসেছিল ২০২২ সালের ডিসেম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের ওই ইনিংস খেলার পর থেকে বাবর ২৬ ইনিংসে ফিফটিই করেছেন মোটে ৩ বার। ওয়ানডেতেও সবশেষ সেঞ্চুরিটা তিনি পেয়েছেন ২৬ ইনিংস আগে। এরপর থেকে ৯টি ফিফটি করলেও সেঞ্চুরি দেখা পাননি তিনি। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেয়েছিলেন সেটাও ২৫ ইনিংস আগে। এরপর থেকে ৬টি ফিফটির দেখা তিনি পেয়েছেন, টি-টোয়েন্টির বিচারে যাকে আর যাই হোক মন্দ বলা চলে না।
তবে এই সময়ে তিনি তিন ফরম্যাটেই বেশ কিছু ভালো শুরু পেয়েছিলেন। যেসব ইনিংসকে তিনি বড় কিছুতে রূপ দিতে পারেননি। এর সমাধান কোথায় লুকিয়ে আছে, তাও জানেন ইউসুফ। তিনি জানান, বাবরকে নিজের ফর্ম ফিরে পেতে হলে খেলতে হবে দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটে।
এ পরামর্শ তিনি বাবরকে দিয়েওছিলেন, জানান তিনি। তার কথা, ‘আমি যখন নির্বাচক ছিলাম, তখন বাবরকে বলেছিলাম প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে।’
তবে অন্য এক অনুষ্ঠানে, ঈদ স্পেশাল শো ‘বাউন্সার’-এ ইউসুফ বলেন, বাবর আজমকে তেমন কিছু শেখানোর দরকার হয় না। তিনি বলেন, ‘বাবরকে শেখানোর কিছু নেই আমার মতে। ও ভালো করছে, আমি সবসময় চেষ্টা করি যেসব খেলোয়াড় ভালো খেলছে তাদের বিরক্ত না করতে।’
বাবরের পাশাপাশি ইমাম-উল-হককেও প্রশংসায় ভাসান ইউসুফ। তিনি বলেন, ‘ইমামও ভালো খেলছে। শুধু ছোটখাটো ভুল থাকলে বলি। যারা ভালো পারফর্ম করছে তাদের আমি বেশিক্ষণ কিছু বলি না।’
পাকিস্তানের দুর্বল মিডল অর্ডার নিয়েও কথা বলেন ইউসুফ। তিনি বলেন, ‘মিডল অর্ডারের জন্য সিঙ্গেল নেওয়া খুব গুরুত্বপূর্ণ। ক্যাম্পে আমরা খেলোয়াড়দের সুইপ শট খেলার জন্য নির্দেশনা দিয়েছি।’
‘কারণ আমার ক্রিকেটীয় বিশ্লেষণ বলছে, যখন কেউ সুইপ খেলে, তখন বোলার ফুল লেংথ বা শর্ট বল করে। এতে ব্যাটারের জন্য রান তোলা সহজ হয়, স্ট্রাইকও ঘোরা যায় সহজে।’
উল্লেখ্য, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে বাজে পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তানের মিডল অর্ডার। সেই দিকেও ইঙ্গিত করেন ইউসুফ।