
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ১১:১৬ এএম
অভিনেত্রীর পাশে বসে তোপের মুখে বাবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৪৭ পিএম

আরও পড়ুন
পাকিস্তানের ক্রিকেট তারকা বাবর আজম আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং এক ভাইরাল ভিডিও ঘিরে।
সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বাবরকে মডেল ও অভিনেত্রী জুবাব রানার পাশে বসে থাকতে দেখা যায়। ভিডিওটি সম্ভবত কোনো পাবলিক ইভেন্টের। কিন্তু বিষয়টি আলোচনায় আসে বাবরের মুখের অস্বস্তিকর অভিব্যক্তি ও সংযত আচরণ নিয়ে।
অনেকেই ভিডিওটি নিয়ে রসিকতা করেছেন। কেউ বলেছেন, ‘বাবর, নিজের আবেগ সামলাও!’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘হেয়ারস্টাইলিস্টের মতো লাগছে।’ অনেকে বলছেন, বাবর সম্ভবত লাজুক বা অস্বস্তিতে ছিলেন, কারণ শোবিজ দুনিয়ার সঙ্গে এমন ঘনিষ্ঠ অবস্থানে তিনি অভ্যস্ত নন।
একজন লিখেছেন, ‘বাবরের মধ্যে সুপারস্টারদের মতো আত্মবিশ্বাসই নেই—খুব দুঃখজনক।’ আরেকজন বলেন, ‘দেখে মনে হচ্ছে, বাবর এখানে ঈর্ষান্বিত বা অস্বস্তিতে।’
তবে অনেকে বাবরের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, তিনি সবসময়ই একটু গম্ভীর এবং পেশাদারিত্ব বজায় রাখতেই এমন ছিলেন।
এই ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে আরও একটি বড় আলোচনা শুরু হয়েছে—ক্রিকেটারদের সঙ্গে শোবিজ তারকাদের পার্থক্য এবং একজন পাবলিক ফিগার হিসেবে কীভাবে তারা সবসময় নজরে থেকে চাপ সামাল দেন।
বাবর আজম নিজে ভিডিও নিয়ে এখনো কিছু বলেননি। তবে মাঠে ফর্মে না থাকা অবস্থায় ভক্তরা তাকে নিয়ে সমর্থন জানিয়ে যাচ্ছেন।