
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ১২:০৮ পিএম
পাঞ্জাবের অবিশ্বাস্য জয়ের নায়ক বনে প্রশংসায় ভাসছেন চাহাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:২১ পিএম

আরও পড়ুন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মঙ্গলবার এক অভাবনীয় নাটকীয় ম্যাচে ১১১ রান ডিফেন্ড করে কলকাতা নাইট রাইডার্সকে ১৬ রানে হারিয়ে দিল পাঞ্জাব কিংস। এটি আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়ের নতুন রেকর্ড।
মূল নায়ক ছিলেন পাঞ্জাবের স্পিনার যুজবেন্দ্র চাহাল, যিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। কলকাতা দুই উইকেট খুইয়ে ৬২ রানে পৌঁছে সহজ জয় দেখছিল, তখনই চাহালের ঘূর্ণিতে ধস নামে। শেষ পর্যন্ত ১৫.১ ওভারে অলআউট হয়ে যায় কলকাতা, ৯৫ রানে থেমে যায় তাদের ইনিংস।
এই জয়ে তোলপাড় ফেলে দেন চাহাল। ম্যাচ শেষে পাঞ্জাবের কোচ রিকি পন্টিং বলেন, ‘আমি আইপিএলে অনেক ম্যাচে কোচিং করেছি। কিন্তু এটা সম্ভবত আমার দেখা সবচেয়ে সেরা জয়।’
ম্যাচ শুরুর আগে চাহালের কাঁধে চোট থাকায় তাকে ফিটনেস টেস্ট দিতে হয়েছিল। কিন্তু মাঠে নেমেই প্রমাণ করেন কেন তিনি আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি। ইনস্টাগ্রামে তাকে প্রশংসা করে আরজে মাহভাশ লেখেন, ‘কি প্রতিভাবান মানুষ! আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার কারণ আছে! অসম্ভব!’
এর আগে পাঞ্জাব মাত্র ১৫.৩ ওভারে ১১১ রানে অলআউট হয়। যদিও শুরুটা ছিল ঝড়ো। প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং মিলে মাত্র ৩.১ ওভারে তুলে ফেলেন ৩৯ রান। কিন্তু এরপরই হার্ষিত রানা এক ওভারে তুলে নেন দু’টি গুরুত্বপূর্ণ উইকেট। তারপর বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের স্পিন আক্রমণে ধসে পড়ে পাঞ্জাবের মিডল অর্ডার।
কিন্তু শেষ হাসি হাসে পাঞ্জাবই। বোলারদের দারুণ পারফরম্যান্সে ইতিহাস গড়ে তারা উঠে যায় পয়েন্ট টেবিলের শীর্ষ চারে।
শেষ দিকে আন্দ্রে রাসেল চেষ্টার ত্রুটি করেননি। চাহালের এক ওভারে দুই ছক্কা ও এক চার হাঁকিয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। আরশদীপ সিং ও মার্কো ইয়ানসেন দ্রুত উইকেট তুলে ম্যাচের ইতি টানেন।
কলকাতা অধিনায়ক অজিঙ্কা রাহানে ম্যাচ শেষে বলেন, ‘অনেক হতাশ। আমি দায় নিচ্ছি। ভুল শট খেলেছি, যদিও বলটা মিস করছিল।’