
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পিএম
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখল জিম্বাবুয়ে দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর মাঠে নামেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হতে যাচ্ছে বাংলাদেশের।
এই টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে দল। সফরকারীরা আজ (মঙ্গলবার) রাত ঢাকায় কাটিয়ে আগামীকাল (বুধবার) সিলেটের উদ্দেশে রওনা হবেন।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি সিলেটে অনুষ্ঠিত হবে। আগামী ২০ এপ্রিল মাঠে গড়াবে এই ম্যাচ।
২৮ এপ্রিল শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সে ম্যাচের ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে গত ১৩ এপ্রিল থেকে সিলেটে ক্যাম্প শুরু করেছে জাতীয় দল। হেড কোচ ফিল সিমন্সের ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন টেস্ট দলে থাকা ক্রিকেটাররা।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ে স্কোয়াড
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।