
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ এএম
পান্তের ব্যাট হাসতেই প্রেমিকা ইশা নেগির আবেগী পোস্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০২:৩৩ পিএম
-67fe19cb72ff7.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
এবারের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পান্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে এই উইকেটরক্ষককে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে সেই অর্থে পারফরম্যান্সে তার ছাপ রাখতে পারছিলেন না পান্ত। যে কারণে সমালোচিত হতে হচ্ছিল তাকে। অবশেষে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেসেবে পান্তের ব্যাট। আর তাতেই আবেগী হয়ে পড়েছেন তার প্রেমিকা ইশা নেগি। ইনস্টাগ্রামে পান্তকে নিয়ে আবেগী পোস্টও শেয়ার করেছেন তিনি।
এবারের আইপিএলে কিছুতেই যেন ব্যাট হাসছিল না পান্তের। কিছুতেই যেন দুই অংকের দেখা পাচ্ছিলেন না তিনি। যে কারণে সমালোচিতও হতে হচ্ছিল এই ব্যাটারকে। যা কষ্টের কারণ হয়েছিল পান্তের প্রেমিকা ইশার জন্যও। তাই পান্তের ব্যাট হাসতেই ইনস্টাগ্রামে আবেগী পোস্ট শেয়ার করেছেন ইশা।
ইশার একটি পোস্টে দেখা গেছে, একটি ব্যস্ত মহাসড়কের পাশে পান্তের জার্সি টাঙিয়ে রাখা হয়েছে। অথচ, সেখানে কেউ নেই। সেই ছবির নিচে দুটি লাভ ইমোজি দিয়েছেন তিনি। যাতে বার্তা দেওয়া হয়েছে, কেউ পাশে না থাকলেও তিনি অন্তত আছেন পান্তের পাশে।
পরে পান্ত ফিফটি করলে আরও একটি ছবি শেয়ার করেন ইশা। সেই ছবিটি চেন্নাইয়ের বিপক্ষে পান্তের ফিফটির ফটোকার্ডের। সেই ছবিতেও পান্তকে অটল সমর্থন জানিয়েছেন তিনি। যা মনোযোগ কেড়েছে নেটিজেনদের। ইশাকে তার সমর্থন বজায় রাখার অনুরোধ জানিয়েছেন পান্ত ভক্তরা। সেই সঙ্গে কবে এই দুজন এক হচ্ছেন তা নিয়েও ব্যাপক আগ্রহ পান্ত ভক্তদের।
এর আগে পান্তের সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলাকে নিয়ে সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও সেটি এখন আর নেই। ইশাকে নিয়েই এখন শোনা যাচ্ছে গুঞ্জন। বলা হচ্ছে, বেশ লম্বা সময় ধরেই প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন এই দুজন। ঘুরেও বেড়াচ্ছেন। খুব শিগগির বিয়েটাও সেরে ফেলতে পারেন তারা।
এদিকে, পান্তের প্রেম নিয়ে ভক্তদের আগ্রহ থাকলেও, শেষ পর্যন্ত আইপিএলে ফিফটি হাঁকিয়েও দলকে জেতাতে পারেননি পান্ত। ধোনির ১১ বলে ২৬ রানের ইনিংসে ভর করে চেন্নাই জয় পেয়েছে। তবে এখনও পয়েন্ট টেবিলে বেশ শক্ত অবস্থানে রয়েছে পান্তের দল। ৭ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। শীর্ষ দলের পয়েন্টও সমান ৮।