
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ১১:১৭ এএম
ম্যাচসেরার রেকর্ড ধোনির, বললেন ‘আমিই কেন?’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:২৬ এএম

আরও পড়ুন
মাহেন্দ্র সিং ধোনি আবারও প্রমাণ করলেন, কেন তাকে ক্রিকেট মাঠের ‘ক্যাপ্টেন কুল’ বলা হয়। শুধু ব্যাটে পুরনো ফিনিশারের ছাপ দিয়েই নয়, নিজের বিনয়ী মনোভাবেও মন জয় করে নিলেন সবার।
আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের পাঁচ উইকেটের জয়ে শেষ মুহূর্তে দারুণ একটি ক্যামিও খেলেন ধোনি। দলের প্রয়োজনে ব্যাট হাতে নামেন ১১৫/৫ অবস্থায়। তখন জয়ের জন্য দরকার ছিল ৫২ রান, হাতে মাত্র ৫ ওভার।
সঙ্গে ছিলেন শিভম দুবে, যিনি এক প্রান্তে মারকাটারি ইনিংস খেলেছেন। অন্যপ্রান্তে ধোনি ঠান্ডা মাথায় পরিস্থিতি বিচার করে ম্যাচটিকে এগিয়ে নিয়ে যান। ধোনি অপরাজিত থাকেন ২৬ রান করে, খেলেন মাত্র ১১ বল। স্ট্রাইক রেট ছিল ২৩৬.৩৬।
শুধু কি ব্যাটিং? ধোনি এর আগে গ্লাভস হাতেও আলো কেড়ে নিয়েছেন। স্টাম্পিং করেছেন একটা, ক্যাচও নিয়েছেন একটা। তবে মাথিসা পাথিরানার করা শেষ ওভারে তিনি অবিশ্বাস্য এক রান আউট করেছেন উইকেটের পেছন থেকে নন স্ট্রাইকারের প্রান্তে। তাতেই লখনৌয়ের ইনিংস গোত্তা খেয়েছে শেষ দিকে।
এই জয়ে আইপিএলে এবার দ্বিতীয়বারের মতো ম্যাচ জিতল চেন্নাই। ধোনিকেই ম্যাচসেরা ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে তিনি আইপিএল ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে ম্যাচসেরা হওয়ার কীর্তি গড়েন।
কিন্তু বরাবরের মতো এবারও ধোনি ধরে রাখলেন তার নম্রতা। ম্যাচশেষে বলেন, ‘আজকেও ভাবছিলাম – ‘আমাকে পুরস্কার দিচ্ছে কেন?’ নূর তো দারুণ বল করেছে।’
আসলে লখনৌর ব্যাটিংয়ের বিপক্ষে চেন্নাইয়ের বাঁহাতি লেগ-স্পিনার নূর আহমাদ বল হাতে ছিলেন দুর্দান্ত। চার ওভার বল করে দিয়েছেন মাত্র ১৩ রান। ইকোনমি ছিল মাত্র ৩.২০। যেদিন অন্য বোলাররা রানের জন্য মার খাচ্ছিলেন, সেদিন নূরের এমন পারফরম্যান্স নজর কাড়ে ধোনিরও।
এই ম্যাচে ব্যাটিং অর্ডারেও কিছু পরিবর্তন আনে চেন্নাই। নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের জায়গায় খেলানো হয় অন্ধ্র প্রদেশের তরুণ ব্যাটার শেখ রশিদকে। সুযোগ পেয়েই তিনি খেলেছেন ১৯ বলে ২৭ রানের ঝলমলে ইনিংস। মারেন ছয়টি বাউন্ডারি।
পাওয়ার প্লেতেই রাশিদের আগ্রাসী ব্যাটিংয়ে চেন্নাই তোলে ৫৯ রান। সেটিই জয়ের ভিত্তি গড়ে দেয়।
রাশিদের ব্যাটিংয়ে খুশি ধোনিও। ম্যাচশেষে বলেন, ‘ও আজ দারুণ ব্যাট করেছে। অনেক দিন ধরেই আমাদের সঙ্গে আছে (শাইখ রাশিদ)। এবার নেটেও ভালো ব্যাট করছিল, পেসার হোক বা স্পিনার – সবাইকে ভালো খেলছে। এটা কেবল শুরু। ওর মধ্যে আসল শট খেলে ম্যাচ ডমিনেট করার ক্ষমতা আছে।’