
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পিএম
গুরুতর চোটে আইপিএল ‘শেষ’ কিউই পেসারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১০:১৭ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের হয়ে খেলা কিউই পেসার লকি ফার্গুসন গুরুতর চোট পেয়েছেন। এই চোটের জেরে আইপিএলের বাকি অংশে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি। দলটির বোলিং কোচ জেমস হোপস নিউজিল্যান্ডের এই বোলারকে পাওয়ার কোনো ‘হোপ’ দেখছেন না।
ইএসপিএন ক্রিকইনফো জানায়, গত শনিবার (১২ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বোলিংয়ের সময় পায়ে চোট পান ফার্গুসন। সেদিন মাঠ ছাড়ার আগে দুই বলের বেশি করতে পারেননি তিনি।
ফার্গুসনের চোট নিয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও পাঞ্জাবের বোলিং কোচ হোপস বলেছেন, ‘ফার্গুসন অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে গেছে। টুর্নামেন্টের শেষ দিকে তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমার মনে হয়, সে গুরুতর চোট পেয়েছে।’
চলতি আইপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছেন ফার্গুসন। তাকে হারানো পাঞ্জাবের জন্য বড় ধাক্কা। তার জায়গায় অস্ট্রেলিয়ান পেসার জাভিয়ের বার্টলেটকে খেলাতে পারে পাঞ্জাব। কপাল খুলতে পারে পাঞ্জাবের বেঞ্চে থাকা আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমারজাইয়েরও।
সাম্প্রতিক সময়ে চোটের সঙ্গে নিয়মিত লড়তে হচ্ছে ফার্গুসনকে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়নি তার।
প্রসঙ্গত, আইপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে পাঞ্জাব।
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন