
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ১১:১৯ পিএম
এসএ গেমসে নারী ফুটবল দলও পাঠাবে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:০৭ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
পাঁচ বছর আগে কাঠমান্ডু এসএ গেমসে বাংলাদেশ পুরুষ ফুটবল দল অংশ নিলেও মেয়েরা যেতে পারেনি। তবে পাকিস্তান এসএ গেমসে পুরুষদের পাশাপাশি নারী দলও পাঠাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) দলীয় ডিসিপ্লিনগুলোর কর্মকর্তাদের এক সভায় বাফুফে তাদের অবস্থান জানায়।
বিওএ’র কোষাধ্যক্ষ ও ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব একে সরকার বলেন, ‘বাফুফে এবার দুটি দলই পাঠাতে চায়। নারী ফুটবল দল টানা দুবার দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে। আমরা গেমসেও তাদের কাছ থেকে স্বর্ণপদক আশা করব।’
১৯৮৪ সালে শুরু হওয়া দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ফুটবল দল একবারই স্বর্ণ জিতেছিল, ১৯৯৯ কাঠমান্ডু এসএ গেমসে।