
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৯:২৩ এএম
ফিফটি করেও কোহলির ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
রাজস্থান রয়্যালসের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য হেসেখেলে পেরিয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্রেফ এক উইকেট খুইয়ে ১৭.৩ ওভারেই গন্তব্য পৌঁছে গেছে তারা। রানতাড়ায় ৪৫ বলে এক হালি চার ও জোড়া ছক্কায় ৬২ রানে অপরাজিত ছিলেন বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
এই ইনিংসের মাধ্যমে ‘অন্যরকম এক সেঞ্চুরি’ হয়ে গেছে তার। টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে ফিফটির সেঞ্চুরি করেছেন কোহলি। তার আগে টি-টোয়েন্টি ফিফটির সেঞ্চুরি করেছিলেন কেবল অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। কুড়ি ওভারের সংস্করণে তার ফিফটির সংখ্যা ১০৮। ১০০ ফিফটি নিয়ে এখন তার পিছু ছুটছেন কোহলি।
টি-টোয়েন্টি ক্রিকেটে ফিফটির দিক দিয়ে কোহলির পরের অবস্থান পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের। এখন পর্যন্ত কুড়ি ওভারের ক্রিকেট ৯০ বার অর্ধশতরানের ইনিংস খেলেছেন তিনি। আর টি-টোয়েন্টি ব্যাটিংয়ের ‘রাজা’ ক্রিস গেইলের ফিফটির সংখ্যা ৮৮।
তবে শুধু আইপিএলে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের হিসাবে ওয়ার্নার আর কোহলি এখন সমান্তরালে। তাদের দুজনেরই সমান ৬৬টি করে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস রয়েছে।
আইপিএলে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের তালিকায় ওয়ার্নার-কোহলির পরেই রয়েছেন শিখর ধাওয়ান (৫৩) ও রোহিত শর্মা (৪৫)।
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন