
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৯:২৩ এএম
কুকুরের মতো দেখতে বিশেষ এক প্রযুক্তি আনল আইপিএল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৮:১২ পিএম
-67fbc665c6559.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ক্রিকেটের সবচেয়ে জৌলুসময় আসর এখন আইপিএল। অনেক ক্ষেত্রে এটি বিশ্বকাপ ক্রিকেটের চেয়েও এগিয়ে। আইপিএল পিছিয়ে নেই নিত্য নতুন প্রযুক্তি যোগ করার ক্ষেতেও। এবার দেখা গেল আরও এক নতুন প্রযুক্তির। চলমান আইপিএলে কুকুরের মতো দেখতে একটি রোবটিক ক্যামেরা প্রযুক্তির উন্মোচন করেছে আইপিএল কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগামাধ্যমে নতুন এই প্রযুক্তি উন্মোচনের বিষয়টি শেয়ার করে প্রাণী সদৃশ প্রযুক্তির নাম রাখতে ক্রিকেটপ্রেমীদের অনুরোধ করা হয়েছে।
এক্সে দেওয়া এক ভিডিও পোস্টে সেই প্রযুক্তির দেখা মিলেছে। যার ক্যাপশনে লেখা হয়েছে, শহরে আমাদের আইপিএল পরিবারের নতুন সদস্য এসেছে। এটি হাঁটতে, দৌড়াতে, লাফ দিতে পারে। আপনার মনে হাসি আনতে পারে এবং...একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি যোগ করতে পারে।
𝗛𝗼𝗹𝗱 𝗼𝗻! 𝗪𝗲'𝘃𝗲 𝗮 𝗻𝗲𝘄 𝗜𝗣𝗟 𝗳𝗮𝗺𝗶𝗹𝘆 𝗺𝗲𝗺𝗯𝗲𝗿 𝗶𝗻 𝘁𝗼𝘄𝗻 👀
— IndianPremierLeague (@IPL) April 13, 2025
It can walk, run, jump, and bring you a 'heart(y)' smile 🐩❤️
And...A whole new vision 🎥
Meet the newest member of the #TATAIPL Broadcast family 👏 - By @jigsactin
P.S: Can you help us in… pic.twitter.com/jlPS928MwV
এরপর ক্রিকেটপ্রেমীদের উদ্দেশ্যে লেখা হয়েছে, আপনি কি আমাদের প্রিয় ছোট্ট বন্ধুর নামকরণে সাহায্য করতে পারেন?
আইপিএল কাভার করতে আনা এই বিশেষ ক্যামেরা কুকুরকে এদিন খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গেছে। পরে সম্প্রচারক ড্যানি মরিসন রোবটটি পরিচয় করিয়ে দিয়েছেন যা দৌড়ে ও লাফ দিয়ে ভিডিও ধারণ করতে পারে।
রোবটটি রোববার সন্ধ্যায় নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায়। ক্রিকেটাররা আগ্রহী হয়ে পড়েন রোবটটির সঙ্গে পরিচিত হতে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল শুরুতে এটা দেখে বিভ্রান্ত হলেও মুম্বাইয়ের পেসার রিস টপলি ও হার্দিক পান্ডিয়া রোবটটির সঙ্গে মজা করেছেন। পরে এটি হঠাৎ কুকুরের মতো দুপায়ে উঠে দাঁড়ালে খানিকটা ভয় পেয়ে যান। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন