
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০২:২৮ এএম
রাজস্থানকে বলেকয়ে হারাল কোহলির বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ পিএম
-67fbbe7a97d13.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে দলটি। ৬ ম্যাচে ৮ পয়েন্ট দলটির। একই পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলেরই।
জয়পুরে এদিন রাজস্থানকে পাত্তাই দেয়নি বেঙ্গালুরু। বলেকয়ে হারিয়েছে রাজস্থানকে। ১৭৩ রান তাড়া করতে নেমে সেই লক্ষ্য টপকে গেছে কোনোরকম বাধা ছাড়াই। ম্যাচে জয় তুলেছে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখে।
এদিন শুরুতে ব্যাট করা রাজস্থানকে দারুণ শুরু এনে দেন জয়সওয়াল। তবে অপর প্রান্ত থেকে ভালো সঙ্গ পাননি তিনি। ৪৭ বলে ২ ছক্কা ও ১০ চারে ৭৫ রান আসে জয়সওয়ালের ব্যাট থেকে। ধ্রুব জুরেল ২৩ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। তাতে নির্ধারিত ওভারে ৪ উইকেটে স্কোরবোর্ডে ১৭৩ রান জমা হয় রাজস্থানের।
লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরুকে দারুণ শুরু এনে দেন ফিল সল্ট ও কোহলি জুটি। ৯২ রানে জুটি ভাঙে সল্ট ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরলে। এরপর আর ভুল করেনি বেঙ্গালুরু।
কোহলিকে সঙ্গ দেন দেবদত্ত পাডিক্কাল। এই জুটিতেই জয় পায় বেঙ্গালুরু। পাডিক্কালের ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৪০ রান। অন্যদিকে কোহলি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৫ বলে ৬২ রানে। যেখানে তার ইনিংসটি সাজানো ছিল ২টি ছক্কা ও ৪টি চারে।
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন