
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম
সাইম আইয়ুবকে শাসিয়ে বিতর্কে জড়ালেন আমির (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৭:১৭ পিএম
-67fbb97d18b4f.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভরাডুবির পেছনে বড় কারণ হিসেবে দেখা হয় ওপেনার সাইম আইয়ুবের ছিটকে যাওয়াকে। পাকিস্তান ক্রিকেটের সময়ের সেরা ব্যাটার তিনি। ২২ বছর বয়সেই ব্যাট হাতে মন জয় করেছেন ক্রিকেটপ্রেমীদের। পাকিস্তানের ভবিষ্যৎ তারকাও ভাবা হচ্ছে তাকে। সেই তাকেই এবার পিএসএলে শাসিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির।
পিএসএলের দ্বিতীয় ম্যাচের প্রথম ওভারেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তরুণ ওপেনার সাইম আইয়ুবকের সঙ্গে তর্কে জড়ান অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির। আমিরের এমন আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
ইনিংসে প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে আমিরের বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন আইয়ুব। আমিরও পরবর্তী বলের জন্য রান-আপে ফিরে যাচ্ছিলেন। তখনই হঠাৎ আইয়ুবের কাছে থেমে গিয়ে তাকে কিছু বলতে শুরু করেন আমির। কিছু দূর হেঁটে আইয়ুবের দিকে ঘুরে দাঁড়িয়ে আবারও কিছু একটা বলেন আমির। তবে এসময় আমিরকে কিছুটা রাগান্বিত মনে হলেও বেশ শান্ত ছিলেন আইয়ুব।
Exchange of words and display of aggression between Amir & Saim Ayub 🔥. #PSL2025 pic.twitter.com/q5LERYtWjj
— Rana Husnain Aleem (@husnain19X) April 12, 2025
সদ্য গোড়ালির চোট কাটিয়ে মাঠে ফেরা এই ২২ বছর বয়সি ব্যাটার অসাধারণ সংযম দেখিয়েছেন মাঠে। আমিরের সঙ্গে বাকযুদ্ধে জড়াতে আগ্রহ না দেখিয়ে ভাসছেন প্রশংসায়। পেশোয়ার জালমির এই ব্যাটার পরে পরিণত ব্যাট করেছেন মাঠেও। ৩৮ বলে ৫০ রানের একটি ইনিংস খেলেছেন।
অন্যদিকে এই তরুণকে সাজঘরে ফেরাতে না পারলেও বাবারকে ডাকের স্বাদ দিয়েছেন আমির। এদিন বল হাতেও ছিলেন বেশ আগ্রাসী ২.১ ওভার হাত ঘুরিয়ে ১১ রান খরচায় শিকার করেছেন ২ উইকেট। যা তার দল কোয়েটা গ্লাডিয়েটরসকে ৮০ রানের বড় জয় এনে দিয়েছে।