
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ এএম
জোড়া ভুলের পর গোলকিপারকে ছাঁটাই করলেন ইউনাইটেড কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পিএম

আন্দ্রে ওনানা
আরও পড়ুন
ইন্টার মিলান ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানোর পর থেকেই সমালোচনা পিছু ছাড়ছে না আন্দ্রে ওনানার। ইউনাইটেডের গোলবারের প্রহরীর দায়িত্বে থাকা এই ফুটবলার প্রায়ই নিজের ভুলের কারণে খবরের শিরোনাম। সবশেষ ইউরোপা লিগের ম্যাচে লিওঁ-র বিপক্ষে জোড়া ভুলের জেরে স্কোয়াডে জায়গা হারিয়েছেন তিনি।
ইউরোপা লিগে গত বৃহস্পতিবার লিওঁর বিপক্ষে ২-২ গোলে ড্র করে ম্যানইউ। রেড ডেভিলরা দুটি গোলই হজম করে গোলকিপার ওনানার ভুলে।
রোববার (১৩ এপ্রিল) নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে রেড ডেভিলরা। এই ম্যাচের স্কোয়াডে ওনানাকে রাখেননি আমোরিম।
ক্লাবের সূত্র দিয়ে বিবিসি জানায়, ‘পুরোপুরি বিশ্রাম ও বাইরের সবকিছু থেকে বিচ্ছিন্ন’ থাকতেই ওনানাকে আসছে ম্যাচের স্কোয়াডে রাখেননি কোচ আমোরিম।
এখন ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে নিউক্যাসল। ৩১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ধুঁকছে রেকর্ড ১৩ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় আজ (রোববার) রাত সাড়ে ৯টায় নিউক্যাসলের মাঠে নামবে রুবেন আমোরিমের শিষ্যরা।