
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:০৮ পিএম
পুরানের ছক্কায় আহত দর্শক, যেতে হলো হাসপাতালে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ পিএম
लखनऊ के इकाना स्टेडियम में पूरन ने ऐसा छक्का मारा जो गेंद सीधे दर्शक के सिर पर जाकर लगी और बंदा घायल हो गया। उसका सिर पूरा फूट गया और लहूलुहान हो गया, लेकिन बंदा दोबारा मैच देखने से बाज नहीं आया.. #LSGvGT #NicholasPooran pic.twitter.com/6we7QynpiE
— Gaurav Pandey (@gaurav5pandey) April 13, 2025
আরও পড়ুন
নিকোলাস পুরানের ছক্কা এক ভক্তের মাথায় এসে পড়ে। বাজে ভাবে আহত হন সেই দর্শক। তিনি পুরো রক্তাক্ত হন। সঙ্গে সঙ্গে সেই দর্শককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান। তিনি ৩৪ বলে এক চার আর ৭টি ছক্কার সাহায্যে ৬১ রানের ইনিংস খেলেন। তার ব্যাটিং তাণ্ডবে ৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় লখনউ।
নিকোলাস পুরানের একটি ছক্কা স্টেডিয়ামে থাকা এক ভক্তের মাথায় এসে পড়ে। বাজে ভাবে আহত হন সেই দর্শক। তিনি পুরো রক্তাক্ত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সেই দর্শককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা করা হয়।
নিকোলাস পুরান আইপিএলের চলতি আসরে ৬ ইনিংসে ইতোমধ্যে ৩৪৯ রানে করেছেন। তার স্ট্রাইক রেট ২১৫.৪৩।
২৯ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, ‘এই ম্যাচের উইকেট ব্যাট করার জন্য একেবারে আদর্শ ছিল। খুব বেশি কথা হয়নি। দল হিসেবে আমরা জানতাম আমাদের গভীরতা আছে এবং আমরা ভালো ব্যাটিং করছি, তাই যতটা সম্ভব চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। পার্টনারশিপটা ভালো ছিল। দুর্ভাগ্যবশত মিচ খেলতে পারেননি, ঋষভ ওপেন করতে এসেছিলেন। আমি মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাই, ব্যাটের মাঝখান দিয়ে বল মারি, এবং আমার ব্যাট-সুইং সামঞ্জস্য করি।’
গুজরাটের টানা চার ম্যাচ জয়ের পর, এবার সেই ধারায় ইতি টেনেছে লখনউ সুপার জায়ান্টস। এই মৌসুমে চারটি জয় এবং দুটি পরাজয় নিয়ে পয়েন্ট টেবলের তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। তাদের সংগ্রহে আট পয়েন্ট।