
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পিএম
আইপিএলের ‘ডট বলে বৃক্ষরোপণ’ প্রকল্প প্রশ্নবিদ্ধ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছিল। ২০২৩ সালে প্লে-অফ রাউন্ড থেকে তারা প্রত্যেক ডট বলের বিপরীতে বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেয়। ২০২৪ মৌসুমেও চালু ছিল এই নিয়ম। তবে আইপিএলের চলতি আসর থেকে ডট বলের জন্য ‘গাছ’ গণনা করা হচ্ছে।
কিন্তু এমন প্রশংসনীয় উদ্যোগও এখন প্রশ্নের মুখে।
বিশেষ করে গত ১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচের পরই এই প্রশ্ন উঠেছে। সেদিন কলকাতার বিপক্ষে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে কোনোমতে ১০৩ রান তোলে চেন্নাই। ছোট লক্ষ্য তাড়ায় অনায়াসেই জিতে যায় কলকাতা। ৯.৫ ওভার এবং ৮ উইকেট হাতে রেখেই তারা বড় ব্যবধানে চেন্নাইকে হারায়।
দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়া চেন্নাই সেদিন ৬১টি বল ডট খেলেছে। সে হিসেবে নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে ১০৯৮ গাছ (প্রতি ডট বলের জন্য ১৮টি) রোপণের কথা জানিয়েছে কলকাতা।
কিন্তু নাইট রাইডার্সের সেই পোস্টেই বেশিরভাগ সমর্থকের প্রশ্ন, ‘এত বড় সংখ্যক গাছ কোথায় রোপণ করা হয়েছে?’ কেউবা আবার এই বিষয়ে আনুষ্ঠানিক তথ্যপ্রমাণ ও গাছ লাগানোর স্থান প্রকাশের দাবি তুলেছেন।
প্রতি ডট বলের জন্য ৫০০ গাছ রোপণের এই প্রকল্পে পরবর্তীতে জেএসডব্লু এবং টাটা’র মতো জায়ান্ট প্রতিষ্ঠানও আর্থিক অনুদান ও মিডিয়া কাভারেজ দিয়ে নিজেদের সমর্থন জানায়। পরিবেশ-সহায়ক এমন উদ্যোগ শুরু থেকেই বেশ প্রশংসিত হয়। কিন্তু সবুজায়নের সুনির্দিষ্ট স্থান ও আনুষ্ঠানিক তথ্য না জানানোয় এমন কার্যকরী বিষয়ও প্রশ্নের মুখে পড়েছে।
বিসিসিআই জানিয়েছে, ২০২৩ আইপিএলে ২৯৪টি ডট বল হয়েছিল। এর বিপরীতে ভারতীয় ক্রিকেট বোর্ড কেরালা, আসাম, গুজরাট ও কর্ণাটকে ১ লাখ ৪৭ হাজার গাছ রোপণের কথা জানায়। কিন্তু পরবর্তীতে এ নিয়ে কোনো অফিসিয়াল তথ্য না থাকায় মাঝেমধ্যে প্রকল্পটি নিয়ে সন্দেহ প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের।
২০২৪ সালে ডট বলের সংখ্যা ছিল ৩২৩টি। অর্থাৎ, সেবার গাছ রোপণের পরিমাণ হওয়ার কথা ১ লাখ ৬১ হাজার।
যদিও এই উদ্যোগ চালুর পর শুধু একবারই গাছ লাগানোর একটি আনুষ্ঠানিক তথ্য জানায় বিসিসিআই। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সি প্রাঙ্গণে গাছ রোপণের ছবি পোস্ট করে। আর সেটিকে বলা হয় চারলাখ-তম গাছ। ওই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের কাছে বাকি ৩ লাখ ৯৯ হাজার ৯৯৯টি গাছের তথ্য জানতে চান।
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন