
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ এএম
পিএসজিকে আদালতের দুয়ার দেখালেন এমবাপ্পে, কেন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৩৬ এএম

আরও পড়ুন
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার এক বছর হতে চলেছে কিলিয়ান এমবাপ্পের। পিএসজিতে সাতটি মৌসুম কাটানোর পর ফরাসি এই সুপারস্টার পাঁচ বছরের চুক্তিতে রিয়ালে নাম লেখান, যেখানে বছরে কর বাদে তার আয় ১৫ মিলিয়ন ইউরো। সঙ্গে ছিল ১৫০ মিলিয়ন ইউরোর সাইনিং ফি।
কিন্তু পিএসজির সঙ্গে তার অধ্যায় এখনো পুরোপুরি শেষ হয়নি। কারণ বৃহস্পতিবার ক্লাবটির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলেন এমবাপ্পে। তার দাবি, পিএসজি এখনো তার বেতন ও বোনাস মিলিয়ে ৫৫ মিলিয়ন ইউরো দেয়নি।
প্যারিসের একটি আদালত এই অর্থ পিএসজির কাছ থেকে জব্দ করে ‘সুরক্ষিত’ রাখার অনুমতি দিয়েছে, যতদিন না মামলার রায় হয়। এমবাপ্পের আইনজীবীরা এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এই মামলার শুনানি হবে আগামী ২৬ মে।
এমবাপ্পে বিষয়টি নিয়ে ফ্রান্সের শ্রম আদালতেও যাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। কারণ এই মামলা শুধু তার নয়, ফরাসি ফুটবলারদের ইউনিয়ন ইউএনএফপির একটি বড় মামলার অংশ এটি।
ইউনিয়নটি এক বছর আগে অভিযোগ তোলে, যেসব খেলোয়াড় ক্লাবের প্রস্তাবিত নতুন চুক্তি মানতে রাজি হয়নি, তাদেরকে পরিকল্পিতভাবে দলে বাইরে রাখা হয়েছে। এমবাপ্পে মনে করেন, তার সঙ্গেও পিএসজি এমনই আচরণ করেছে, যখন ২০২৩-২৪ মৌসুমের শুরুতে তাকে দলের বাইরে রাখা হয়।
মাঠে দাপট দেখানোর পর এবার মাঠের বাইরেও লড়াইয়ে নামলেন কিলিয়ান এমবাপ্পে। পুরনো ক্লাবের সঙ্গে এই তিক্ততা যে কোথায় গিয়ে থামবে, সেটাই এখন দেখার বিষয়।