
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১২:১৪ এএম
ধোনির ‘ফেরা’র ম্যাচে চেন্নাইয়ের ৩ লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১১:২২ এএম

আরও পড়ুন
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন তারা। কিন্তু সে চেন্নাই সুপার কিংস কি-না চলতি ২০২৫ মৌসুমে পড়েছে বড় সংকটে। যে কারণে অধিনায়কত্বে আবারও ফিরিয়ে আনতে হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে।
তবে এরপরও দলের ভাগ্য বদলায়নি। বরং কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সাম্প্রতিক হারের পর পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। এই হারে চেন্নাই একসঙ্গে তিনটি অস্বস্তিকর রেকর্ড গড়ে বসেছে।
এই প্রথম একটানা পাঁচ ম্যাচ হারল চেন্নাই
এবারের আইপিএলে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে চেন্নাই। মৌসুমের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোর পর পরের পাঁচটি ম্যাচেই হেরেছে দলটি। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার চেন্নাই সুপার কিংস এক মৌসুমে টানা পাঁচটি ম্যাচে হারের মুখ দেখল।
চিপকে টানা তিন হার, ইতিহাসে প্রথম
চেন্নাইয়ের ঘরের মাঠ চিপক স্টেডিয়ামকে অনেকেই সিএসকের দুর্গ বলে মনে করতেন। কিন্তু এবার সেই দুর্গও রক্ষা করতে পারেনি ধোনির দল। কলকাতার বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরে চেন্নাই চিপকে টানা তিনটি ম্যাচ হারল—এমনটা আগে কখনও হয়নি।
ঘরের মাঠে সর্বনিম্ন স্কোর
কেকেআরের বিপক্ষে ম্যাচে চেন্নাইয়ের ব্যাটিং একেবারে ভেঙে পড়ে। মাত্র ১০৩ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে তারা। এটি চিপক স্টেডিয়ামে চেন্নাইয়ের ইতিহাসে সবচেয়ে কম রান। আইপিএলে চেন্নাইয়ের প্রথম ইনিংসে এটিই দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। নিচে সিএসকের কিছু নিম্নতম ইনিংসের তালিকা:
৯৭, বনাম মুম্বাই, ওয়াংখেড়ে, ২০২২
১০৩/৯, বনাম কলকাতা, চিপক, ২০২৫
১০৯, বনাম রাজস্থান, জয়পুর, ২০০৮
১১০/৮, বনাম দিল্লি, দিল্লি, ২০১২
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন