
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৮:০৩ এএম
৬৪ বছর বয়সে রোনালদোর দেশের ক্রিকেটারের অভিষেক!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৭:২৫ পিএম

জোয়ানা চাইল্ড (নিচের সারির সর্বডানে)। ছবি: সংগৃহীত
আরও পড়ুন
চোখ কোচলে আরেকবার পড়তে পারেন শিরোনাম। ভুল পড়ছেন না আপনি। ৬৪ বছর বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে পর্তুগাল নারী দলের ক্রিকেটার জোয়ানা চাইল্ডের।
গত ৭ এপ্রিল প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামে পর্তুগাল নারী ক্রিকেট দল। নরওয়ের বিপক্ষে সেই ম্যাচেই অভিষেক হয় জোয়ানা চাইল্ডের। এই ম্যাচে মাঠে নামার সময় তার বয়স ছিল ৬৪ বছর ১৮১ দিন।
এরপরও অবশ্য সবচেয়ে বেশি বয়সে অভিষিক্ত নারী ক্রিকেটারের খেতাব নিজের করে নিতে পারেননি জোয়ানা। কারণ জিব্রাল্টারের স্যালি বার্টন গত বছর যখন এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন তখন তার বয়স ৬৬ বছর ৩৩৪ দিন।
তবে তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করার পথে জোয়ানা পেছনে ফেলেছেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অ্যান্ড্রু ব্রাউনলিকে, যার অভিষেক হয়েছিল ৬২ বছর ১৪৫ দিন বয়সে।
সূত্র: স্পোর্টসস্টার