
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পিএম
আজ মাঠে নামলেই ‘বিচিত্র’ এক রেকর্ডে নাম উঠবে ধোনির

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৬:২২ পিএম

মহেন্দ্র সিং ধোনি
আরও পড়ুন
চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব মহেন্দ্র সিং ধোনি ছেড়েই দিয়েছিলেন। কিন্তু নেতৃত্ব যেন তার পিছু ছাড়ছে না। চোটের কারণে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তাই ফের চেন্নাইয়ের নেতৃত্বভার পড়েছে ধোনির কাঁধে।
শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তার নেতৃত্বে মাঠে নামবে চেন্নাই। আর এই ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নামলেই ইতিহাসের অংশ হয়ে যাবেন ধোনি।
কলকাতার বিপক্ষে ধোনি অধিনায়কত্ব করলে তিনিই আইপিএল ইতিহাসের প্রথম ‘আনক্যাপড’ অধিনায়ক হওয়ার কীর্তি গড়বেন। সাধারণত জাতীয় দলের হয়ে অনভিষিক্ত ক্রিকেটারদের আনক্যাপড বলা হয়।
তবে আইপিএলের নিয়মানুযায়ী, কোনো ক্রিকেটার যদি ৫ বছর কিংবা তার বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকেন, তাহলে তাকেও আনক্যাপড ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়।
ধোনি ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। এরপর শুধু আইপিএলেই খেলা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তার ফর্মহীনতার কারণে ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার তাকে আইপিএল থেকেও অবসরের পরামর্শ দিয়েছেন। তবে এসবের মধ্যেই ফের চেন্নাইয়ের অধিনায়কত্ব করতে হচ্ছে তাকে।
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন