
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৩২ পিএম
ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রয়ের রাতে ‘ভিলেন’ ওনানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১০:৩২ এএম

আরও পড়ুন
ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানা ভুলে ভরা এক রাত কাটালেন। তার দুটি বড় ভুলে ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিওঁ ২-২ গোলে ড্র করল।
ম্যাচের আগের দিনই লিওঁর হয়ে খেলা ম্যানইউর সাবেক মিডফিল্ডার নেমানিয়া মাটিচ ওনানাকে বলেন ‘ইতিহাসের অন্যতম বাজে গোলকিপার’। ঠিক তার পরদিন থিয়াগো আলমাদার হালকা ফ্রি-কিক ওনানা ঠেকাতে পারলেন না। বলটি গ্লাভস ছুঁয়ে পোস্টে ঢুকে যায়।
প্রথমার্ধের শেষে লেনি ইয়োরো সমতায় ফেরান ইউনাইটেডকে। এরপর ৮৮ মিনিটে ইয়োশুয়া জার্কজি হেডে ইউনাইটেডকে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল ইউনাইটেডই জিতে যাচ্ছে। কিন্তু ইনজুরি সময়ে ওনানা আবারও ব্যর্থ হন মিকাউতাদজের শট ঠেকাতে। ফিরতি বলে চেরকি গোল করে ম্যাচ ড্র করে দেন।
ম্যাচ শেষে ইউনাইটেড কোচ রুবেন আমোরিম অবশ্য সমর্থন দিলেন ওনানাকে জানিয়ে বলেন, ‘এমন হতে পারে। আপনি যদি অনেক ম্যাচ খেলেন, ভুল করতেই পারেন। এই মুহূর্তে আমি তাকে কিছু বললে তাতে লাভ হবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের সামনে আরেকটি ম্যাচ আছে। আমরা সবকিছু বদলে দিতে পারি, সেটাই এখন লক্ষ্য হওয়া উচিত।’
ইউনাইটেড যদি ইউরোপা লিগ না জেতে, তবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারাবে। এতে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড ক্ষতির আশঙ্কা আছে।
ক্লাবটি এর আগে ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স লিগে লিওঁর বিপক্ষে খেলেছিল। তখন দুদলই ছিল শীর্ষ ফর্মে। তবে সময় বদলেছে, ইউনাইটেড আর লিওঁ দুই দলই এখন নিজেদের সোনালি সময়ের ছায়া হয়ে আছে। তাই চ্যাম্পিয়ন্স লিগ নয়, এখন তাদের দেখা হয় ইউরোপায়।