
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম
দিল্লিকে মসনদে বসিয়ে রাহুল দেখালেন ভানুমতির খেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ এএম

ছবি:সংগৃহীত
এবারের আইপিএলে যেখানে প্রায় সব ম্যাচেই রান বন্যা দেখা যাচ্ছে সেখানে আগে ব্যাট করতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তুলতে পেরেছে মোটে ১৬৩ রান। তবে এই টার্গেটও যে কঠিন সেটা বোঝা গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের বোলিং দেখে। সেই সুযোগটা নিতে শুরু করেছিল বেঙ্গালুরু বোলাররাও। তবে তাতে বাধ সাধে দিল্লির লোকালবয় কেএল রাহুল। ভানুমতির খেল দেখিয়ে দিল্লিকে ফেরায় মসনদে।
রাহুলের ৫৩ বলে ৬ ছক্কা ও ৭ চারে ৯৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৩ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় পায় দিল্লি। আর তাতেই পয়েন্ট টেবিলে বেঙ্গালুরুকে টপকে টেবিলের ২ নম্বরে উঠে আসে দিল্লি। ৪ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। তবে তাদের চেয়ে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে গুজরাট। যদিও এক ম্যাচ বেশি খেলে সমান ৮ পয়েন্ট তাদেরও।
এদিন আগে ব্যাট করে ৭ উইকেটে স্কোরবোর্ডে ১৬৩ রান তুলে বেঙ্গালুরু। যেখানে ১৭ বলে ৩৭ রান করে ফিল সল্ট। শেষ দিকে টিম ডেভিড করেন ২০ বলে ৩৭ রান।
জবাবে ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসে দিল্লি। দলকে টেনে তুলেন রাহুল। তাকে সঙ্গ দেন ট্রিস্টান স্টাবস। তিনিও অপরাজিত ছিলেন ২৩ বলে ৩৮ রানে। আর ৯৩ রানে অপরাজিত ছিলেন রাহুল। শেষ পর্যন্ত তাকে আফসোস করতে হয়েছে রানের জন্য সেঞ্চুরি না হওয়ায়।
কঠিন এই পিচে ব্যাটিংয়ের রহস্য জানিয়েছেন ম্যাচসেরা রাহুল। বলেন, ‘উইকেটটা একটু জটিল ছিল কিন্তু ২০ ওভার স্টাম্পের পিছনে থাকা আমাকে সাহায্য করেছিল, উইকেট কেমন তা পর্যবেক্ষণ করতে পেরেছি। আমি ভালো শুরু করতে চেয়েছি এবং তারপর সেই অনুযায়ী খেলেছি। এটা পরিস্থিতির উপর নির্ভর করে।’
তিনি আরও বলেন, ‘এই ধরনের উইকেটে, আমি জানতাম আমি কি করতে পারি। তাছাড়া এটা আমার মাঠ, আমার বাড়ি, তাই অন্য যে কারো চেয়ে আমি এই উইকেট সম্পর্কে ভালো জানি। আর প্রস্তুতির সময়ও আমি সবসময় বিভিন্ন উইকেটের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করি।’