
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ পিএম
ডিআরএস বিতর্কের ম্যাচে রাজস্থানের সবাইকে জরিমানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
হার্দিক পান্ডিয়া, রিশভ পান্ত, রজত পতিদার ও রিয়ান পরাগের পর সঞ্জু স্যামসন—নিয়মের বলি হয়েছেন সবাই। আইপিএল কতৃপক্ষ এদের সতর্ক করে দিয়েছেন, ম্যাচ ফি’র একটা অংশ কেটেও নিয়েছেন। গতকাল রাজস্থান রয়্যালসের শোনে তিনটি বাজে খবর—রিয়ান পরাগের আউট নিয়ে বিতর্ক, স্লো ওভার রেটের কারণে অধিনায়কের এবং দলের ১২ জনের সবার জরিমানা।
রাজস্থান ম্যাচটিও হেরে বসেছে। টানা হারের বৃত্তে ঘোরা স্যামসনের দল নেমে গেছে টেবিলের সাত নম্বরে। গুজরাট টাইটান্সের বিপক্ষে বুধবার পাত্তাই পায়নি তারা। এমন দিনে শুনেছেন জরিমানা কাটার সংবাদ।
এ বারের আইপিএলে এনিয়ে দ্বিতীয়বার আচরণবিধি ভঙ্গ করেছে টিম রাজস্থান। তার জন্য ২.২২ ধারা অনুযায়ী অধিনায়ক স্যামসনকে জরিমানা করা হয়েছে। যার অর্থমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। গতকালের ম্যাচে দেরিতে শেষ করায় পার পাননি দলের বাকি ক্রিকেটাররাও। এমনকি শাস্তি হয় ইমপ্যাক্ট প্লেয়ারেরও।
এদিকে আইপিএলে আবারও সামনে এসেছে ডিআরএস বিতর্ক। গুজরাটের বিপক্ষে ম্যাচে রিয়ানের আউটের সিদ্ধান্ত নিয়ে তীব্র জলঘোলা হচ্ছে। রাজস্থানের ইনিংসের সপ্তম ওভারে এই বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যখন আম্পায়ার রিয়ানকে আউট ঘোষণা করেছিলেন এবং রিভিউ নেওয়ার পরেও, তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত পরিবর্তন করেননি।