
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৯:৫১ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
মুদ্রার এপিঠ-ওপিঠ দুপিঠই দেখেছে গুজরাট টাইটান্স। হার দিয়ে শুরু এরপর দোর্দণ্ডপ্রতাপ। মুম্বাই ইন্ডিয়ান্স পাত্তা পায়নি, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দ্রবাদও ছাড় পায়নি। গতকাল বুধবার পর্যদুস্ত হয়েছে রাজস্থান রয়্যালস। একটানা চার জয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে শুভমন গিল ব্রিগেড।
আহমেদাবাদের মাঠে বোলিং না ব্যাটিং—কোনো বিভাগেই পাত্তা পায়নি রাজস্থান। মহেশ থিকসানা-জোফরা আর্চারদের পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছেন সাই সুদর্শন। দাপুটে ব্যাটিংয়ে তিনি গড়ে দেন ভিত। পরে ৬ উইকেট হারিয়ে দল পায় ২১৭ রানের পুঁজি। সেই লক্ষ্যে ১৫৯ রানের বেশি তুলতে পারেনি সঞ্জু স্যামসনের রাজস্থান। আসরে এটি তাদের ৫ ম্যাচের মাঝে তৃতীয় হার। তারা নেমে গেছে টেবিলের সাতে। ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট। দুইয়ে ছয় পয়েন্ট নিয়ে দিল্লি।
ব্যাটিংয়ে এদিন গুজরাটের ওপেনিং জুটি ভাঙে ১৪ রানে। অধিনায়ক গিলকে (২) শুরুতেই ফেরান জোফরা আর্চার। দ্বিতীয় উইকেট জুটিতে জশ বাটলারকে নিয়ে সুদর্শনের ৮০ রানের জুটিতে ফেরে স্বস্তি। বাটলার ৩৬ রানে ফেরেন। এরপর শাহরুখ খানকে নিয়ে ৩৪ বলে ৬২ রানের জুটি গড়েন সুদর্শন।
পরে শাহরুখ (৩৬) ও শেরফানে রাদারফোর্ডকে (৭) ফিরতে হলেও জোফরা আর্চারদের চোখের জলে নাকের জলে করে দেন সুদর্শন। ১৯তম ওভারে তিনি থামেন। ৫৩ বলে ৮ চার ও ৩ ছয়ে ৮২ রান করেন। শেষদিকে রাহুল তেওয়াতিয়ার ১২ বলে ২৪ ও রশিদ খানের চার বলে ১২ রানের ক্যামিওতে আসে বড় সংগ্রহ। রাজস্থানের পক্ষে তুষার দেশপান্ডে ও মাহিশ ঠিকশানা সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।
লক্ষ্যে নেমে লড়াই গড়তে পারেনি রাজস্থান। রিয়ান পরাগ ও শিমরন হেটমায়ারকে নিয়ে সমান ৪৮ রানের জুটিতে স্যামসন সামান্য প্রতিরোধ গড়েন। রাজস্থান অধিনায়ক করেন ৪১ রান। হেটমায়ার করেন সর্বোচ্চ ৫২ রান। এছাড়া কেবল পরাগ (২৬) দুই অঙ্কের ঘরে পৌঁছান। ১৯.২ ওভারে ১৫৯ রানে রাজস্থানকে গুটিয়ে দিতে প্রসিদ্ধ কৃষ্ণা নেন তিন উইকেট। দুটি করে পান রশিদ খান ও রবিশ্রীনিবাসন সাই কিশোর। ব্যাটিংয়ে সুদর্শনের পর বোলিংয়ে সম্মিলিত চেষ্টায় আসে গুজরাটের ৫৮ রানের জয়।