
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৭:১৯ এএম
সবাই জানে কী হচ্ছে কিন্তু কেউ কিছু বলে না-ডিপিএলে বিতর্কিত আউট নিয়ে সাব্বির

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৯:৪৮ এএম
-67f73fa6bb422.jpg)
ছবি:সংগৃহীত
ডিপিএলকে বলা হয় দেশের ঘরোয়া পর্যায়ের সর্বোচ্চ ক্রিকেট। যেখানে নজর থাকে দেশের ক্রিকেটপ্রেমীদের। পারফরম্যান্স করলে সুযোগ মিলে জাতীয় দলেরও। সেখানেই এবার ফিক্সিংয়ের কালো থাবা। বুধবার গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচে বিতর্কিত এক আউট নিয়ে তোলপাড় এখন দেশের ক্রিকেট। ডিপিএলে এমন কাণ্ড দেখে লজ্জিত জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান।
দলের জয় যখন মাত্র ৬ রান দূরে, তখন একজন ব্যাটারের আউটের ধরণ নিয়ে চলছে বিতর্ক। আরেকটি দলকে সুপার সিক্সে উঠতে না দেয়ার ষড়যন্ত্র বাস্তবায়নেই এমন এক কাণ্ড ঘটিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব; তোলা হচ্ছে এমন অভিযোগ। সেই আউটের ভিডিও ফেসবুকে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও এর তীব্র নিন্দা করছেন।
বিতর্কিত এই আউট নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ইমরুল কায়েস। সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিজ ভিডিও শেয়ার করে বিষয়টিকে লজ্জার বলেছেন। এদিকে সাব্বির রহমান ক্রিকেটকে ধ্বংসের পায়তারা চলছে বলেও ফেসবুকে সন্দেহ প্রকাশ করেছেন।
সাব্বির তার ফেসবুকে লিখেছেন, ‘খুবই লজ্জাজনক! আমি নিজেই একজন খেলোয়াড়, চোখের সামনে যা দেখছি, তা মেনে নেওয়া কষ্টকর, লজ্জাজনক।’
ডিপিএলে এমন কাণ্ডে হতবাক সাব্বির আরও বলেন, ‘যে টুর্নামেন্ট আমাদের দেশের অন্যতম বড় একটি আসর হিসেবে বিবেচিত, সেখানে যদি এভাবে অনিয়ম আর ষড়যন্ত্র চলতে থাকে, তাহলে আগামী দিনের ক্রিকেট কোথায় যাবে? তরুণরা এখান থেকেই শেখে, এখান থেকেই অনুপ্রাণিত হয় — কিন্তু যখন সঠিক দিকনির্দেশনা আর জবাবদিহিতা থাকে না, তখন খেলাটাই ধ্বংস হয়ে যায়।’
দেশের ক্রিকেট সামনে নয় বরং পিছনের দিকে যাচ্ছে জানিয়ে সাব্বির বলেন, ‘সবাই জানে কী হচ্ছে — খেলোয়াড়, ম্যানেজমেন্ট — কিন্তু কেউ কিছু বলে না। এই নীরবতা আর অবিচার মেনে নেওয়া যায় না। ক্রিকেট আমাদের দেশের অহংকার। এটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না, নষ্ট হতে দেওয়া যাবে না। বাংলাদেশ ক্রিকেট সামনে নয়, বরং পিছনের দিকেই যাচ্ছে… এটাই বাস্তবতা… আর এই বাস্তবতা খুব কষ্টের।’