
প্রিন্ট: ২০ এপ্রিল ২০২৫, ১০:০২ পিএম
চোটে স্ট্রেচারে মাঠ ছাড়েন, ফিরেই করেন সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ পিএম

আরও পড়ুন
স্কটল্যান্ডের বিপক্ষে ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ১২০ রান করে ভালো পজিশনেই ছিল ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। এরপর চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ২৩৩ রানে অলআউট হয় ক্যারিবীয়রা।
ইনিংসের মাঝপথে ম্যাথিউস দুইবার অবসর নেন। স্ট্রেচারে করে প্রথমে ৯৫ রানে এবং পরে ৯৯ রানে মাঠ ছাড়েন তিনি। তীব্র যন্ত্রনায় ছটফট করতে থাকেন হেইলি ম্যাথিউস।
বুধবার লাহোরে অনুষ্ঠিত আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য সাহসিকতা ও দৃঢ়তার নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।
খেলার মাঝেই ক্র্যাম্পে ভুগে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে, কিন্তু এরপর আবার মাঠে ফিরে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে খেলতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেন হেইলি ম্যাথিউস।
প্রথম ইনিংসে বল হাতে ৪/৫৬ নেওয়ার পর, শতরান করে হেইলি ম্যাথিউস হলেন চতুর্থ নারী ক্রিকেটার, যিনি ওয়ানডেতে একই ম্যাচে চার উইকেট শিকারের পর সেঞ্চুরি করলেন। এছাড়া প্রথম নারী অধিনায়ক হিসেবে এই অনন্য কীর্তি গড়লেন।
ম্যাথিউস এখন দ্বিতীয় সর্বকনিষ্ঠ (২৭ বছর ১১১ দিন) এবং দ্বিতীয় দ্রুততম (৮৮ ইনিংসে) নারী খেলোয়াড় হিসেবে ৯টি ওয়ানডে সেঞ্চুরির করেছেন। এই দুই রেকর্ডে তার আগে আছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং।