
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ পিএম
২০১৪ সালের পর প্রথমবার যে কীর্তি গড়ল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:৪২ পিএম

আরও পড়ুন
এক দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ব্রাজিল নারী ফুটবল দল। সান হোসেতে মঙ্গলবার রাতে প্রস্তুতি ম্যাচে বদলি খেলোয়াড় আমান্ডা গুটিয়ারেস ইনজুরি সময়ে গোল করে দলকে ২-১ ব্যবধানে জিতিয়ে দেন।
গত বছর অলিম্পিকের ফাইনাল খেলা এই দুই দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ব্রাজিল জয়ের স্বাদ পেল। এর আগে প্রথম ম্যাচে তারা ২-০ গোলে হেরে গিয়েছিল লস অ্যাঞ্জেলসে। তবে এবার দৃঢ় ও সাহসী পারফরম্যান্সে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে হারাল তারা।
যুক্তরাষ্ট্রের কোচ এমা হেইস দল নিয়ে বড় পরীক্ষা-নিরীক্ষা করেন। শুরুতে এমন একাদশ নামান, যাদের গড় আন্তর্জাতিক ম্যাচ খেলার সংখ্যা ছিল মাত্র ১৭.৯।
এই তরুণ দল শুরুতেই যেন সফল হতে যাচ্ছিল। ম্যাচের মাত্র ৩৪ সেকেন্ডের মাথায় গোল করে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ক্যাটারিনা ম্যাকারিও বল জালে পাঠিয়ে দেন।
তবে ২৪তম মিনিটেই সমতায় ফেরে ব্রাজিল। বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে যান জিওভানা কিয়েরোজ। দারুণ এক পাস বাড়িয়ে দেন কেরোলিনের উদ্দেশে। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড ডান পায়ের দারুণ ফিনিশে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যান্ডি ম্যাকগ্লিনকে পরাস্ত করেন।
২০১৪ সালে ব্রাসিলিয়ায় শেষবার যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল ব্রাজিল। এরপর দীর্ঘ সময় জয়হীন ছিল তারা। ম্যাচের শেষ দিকে গাবি পোর্তিলিও ও লুয়ানি ভালো দুটি সুযোগ মিস করলে মনে হচ্ছিল আবারও জয় হাতছাড়া হবে।
কিন্তু যোগ করা সময়েই পাল্টে যায় দৃশ্যপট। ২০২৭ বিশ্বকাপের আয়োজক ব্রাজিল শেষ মুহূর্তে আরেকটি আক্রমণে যায়। লুয়ানি বল বাড়িয়ে দেন ফাঁকায় থাকা গুটিয়ারেসকে, যিনি সহজেই কাছ থেকে বল জালে পাঠিয়ে দেন। এই গোলেই ব্রাজিল নিশ্চিত করে তাদের বহু প্রতীক্ষিত জয়।