
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৫ পিএম
চেয়ারম্যানকে নিয়ে গুজব উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতির দায়িত্ব নিয়েছেন। নতুন এই দায়িত্ব পাওয়ার পরই গুজব ছড়িয়ে পড়ে, পিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি।
তবে সোমবার (৮ এপ্রিল) পিসিবির এক দায়িত্বশীল কর্মকর্তা ক্রিকেট পাকিস্তানকে জানিয়েছেন, এই তথ্যের কোনো সত্যতা নেই।
তিনি বলেন, ‘মহসিন নাকভির পিসিবি থেকে পদত্যাগের তথ্যের কোনো সত্যতা নেই। তিনি পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে বদ্ধপরিকর।’
পিসিবি কর্মকর্তা আরও বলেন, একইসঙ্গে দেশের ক্রিকেট বোর্ড এবং এসিসির দায়িত্ব পালন করার বিষয়টি নতুন কিছু নয়। ঠিকঠাকভাবে সময় বণ্টন করা গেলে দুটি দায়িত্ব-ই সুচারুভাবে পালন করা সম্ভব বলে মনে করেন তিনি।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রধানের দায়িত্ব নেওয়ার পর এসিসি সভাপতি এবং বিসিসিআইয়ের পদ ছেড়েছিলেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন একাধার এসিসি ও বিসিবি কর্তার দায়িত্ব পালন করেছেন।