
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ১১:৩৬ এএম
সেই বিস্ফোরক ব্যাটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পিএম

হাইনরিখ ক্লাসেন
আরও পড়ুন
নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ)। তবে সেই তালিকায় জায়গা হয়নি বিস্ফোরক ব্যাটার হাইনরিখ ক্লাসেনের। গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। কিন্তু সাদা বলের ক্রিকেটে এখনো নিয়মিত এই ব্যাটার। সিএসএ জানিয়েছে, ক্লাসেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।
অন্যদিকে দুই অভিজ্ঞ ক্রিকেটার ডেভিড মিলার এবং রাসি ফন ডার ডুসেন নতুন হাইব্রিড চুক্তি গ্রহণ করেছেন। এই চুক্তির অধীনে তারা দক্ষিণ আফ্রিকার হয়ে নির্দিষ্ট কিছু দ্বিপাক্ষিক সিরিজ এবং আইসিসির ইভেন্টে অংশ নিবেন। তবে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে অংশগ্রহণের কারণে তারা অষ্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ (১০-২৪ আগস্ট) মিস করতে পারেন।
এদিকে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন তরুণ পেসার লিজাড উইলিয়ামস, স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুসামি এবং ১৮ বছর বয়সী পেসার কুয়েনা মাফাকা।
ক্লাসেনের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি পেস বোলিং অলরাউন্ডার আন্দিলে ফিকোয়াও এবং স্পিনার বিয়র্ন ফরটুইনের।
এবারের কেন্দ্রীয় চুক্তি ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ আফ্রিকা আগামী ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ সালে নিজেদের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের দিকে মনোযোগ দিচ্ছে।
কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন যারা
টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, রেজা হেনড্রিক্স, মারকো জানসেন, কেশভ মহারাজ, কুয়েনা মাফাকা, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন, লিজাড উইলিয়ামস।