
ছবি: সংগৃহীত
অনেকটা যেন এমন হয়ে গেছে—বিরাট কোহলি ব্যাট হাতে মাঠে নামবেন, রেকর্ড এমনি এমনি হয়ে যাবে। আদপে তেমন না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা খেটেছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের খাটিয়েছেন, চার-ছক্কায় ওড়ানোর দিনে বড্ড ভুগিয়েছেন। বড়সড় এক রেকর্ডও গড়েছেন। এমন রেকর্ড যা আর কোনো ভারতীয় ব্যাটারের নেই।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে নামার আগে ১৩ হাজার রান থেকে ১৭ রান পেছনে ছিলেন কোহলি। ম্যাচের তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের শেষ ২টি বলে পরপর ২টি চার মেরে লক্ষ্যে পৌঁছে যান। রেকর্ড গড়ে থামেননি কোহলি। মুম্বাইয়ের হারার দিনে ৪২ বলে করেন ৬৭ রান। রোমাঞ্চকর ম্যাচটি আরসিবি জেতে ১২ রানে।
এদিন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে কোহলি আনেন ১৩ হাজার রান। মারকাটারি ফরম্যাটে খেলেছেন ৪০৩ টি-টোয়েন্টি ম্যাচ। এই মাইলস্টোন নেই আর কোনো ভারতীয়র। তবে রেকর্ডে তিনি একা নন। এরআগে আরও চারজন স্বাদ পেয়েছেন ১৩ হাজার রান বানানোর। সেই তালিকায় দুই জন ওয়েস্ট ইন্ডিজের। একজন করে পাকিস্তান ইংল্যান্ডের। তালিকায় ভারতের হয়ে আছেন একমাত্র কোহলি।
টি-টোয়েন্টিতে ১৩ রানের গণ্ডি পেরোনো ব্যাটাররা
- ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)—৪৬৩ ম্যাচে ১৪৫৬২ রান
- অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)—৪৯৪ ম্যাচে ১৩৬১০ রান
- শোয়েব মালিক (পাকিস্তান)—৫৫৫ ম্যাচে ১৩৫৫৭ রান
- কায়রন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)—৬৯৫ ম্যাচে ১৩৫৩৭ রান
- বিরাট কোহলি (ভারত)—৪০৩ ম্যাচে ১৩০৫০ রান