
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৬:৩৭ এএম
মরক্কোয় রোনাল্ডোর বিলাসবহুল হোটেলে আগুন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০৮ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ঘটনাটি শনিবারের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিলাসবহুল হোটেল ‘প্রেস্টিনা সিআরসেভেনে’ আগুন লাগে। ফায়ার সার্ভিস ও হোটেলের কর্মীদের তৎপরতায় নেভানো হয় দ্রুতই। মরক্কোর রাজধানীতে অবস্থিত হোটেলটির স্টাফদের বরাতে দেশটির গণমাধ্যম জানকা ২০ জানিয়েছে, এই ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি।
প্রেস্টিনা সিআরসেভেন এক বিবৃতিতে জানিয়েছে, হোটেলের একটি ফাঁকা রুমে আগুন লেগেছিল। সেখানে কোনো আসবাবপত্র না থাকায় আগুন বাড়তে পারেনি। দ্রুতই তা নিভিয়ে ফেলা হয়েছে। কেউ আহত হয়নি, ক্ষতির পরিমাণও কম। হোটেলে থাকা অতিথিদেরও নিরাপদে বের করে নেওয়া হয়েছিল। হোটেল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও স্টাফদের ধন্যবাদ জানিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুনের সূত্রপাত ইলেক্টিকাল সর্ট সার্কিটের কারণে। পুরো বিষয়টি তদন্ত করতে একটি দলও গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর পরই আবারও কিংবদন্তি ফুটবলারের মালিকানাধীন হোটেলে ফিরেছেন অতিথিরা। সব কার্যক্রমও স্বাভাবিক আছে। একই সঙ্গে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
২০২১ সালে হোটেলটি মরক্কোর রাজধানীতে খোলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনাল্ডো। স্থাপিতের পর থেকেই এটি হয়ে উঠেছে পর্যটকদের অন্যতম পছন্দের। মর্ডান ডিজাইন, লাক্সারি সার্ভিস ও দারুণ কিছু সুবিধা রাখা হয়েছে রোনাল্ডোর হোটেলটিতে। দেশটির মোহাম্মদ ভি এভিনিউতে অবস্থিত হোটেলটিতে ১৭৪টি রুম। আছে দুটি রেস্টুরেন্ট, শপিং সেন্টার, একটি ক্লিনিক ও লাক্সারি সব অ্যাপার্টমেন্ট।#Maroc 🇲🇦 - Un début d’incendie s’est déclaré ce samedi 5 avril dans l’une des chambres de l’hôtel Pestana CR7 Marrakech. Grâce à l’excellente réactivité des équipes sur place et à l’intervention rapide des secours, le feu a été immédiatement maîtrisé, apprend-on du groupe… pic.twitter.com/cXreEO8jH7
— Morocco News 🇲🇦 (@Moroccolitik) April 6, 2025
সিআর সেভেন ব্র্যান্ডের এটিই একমাত্র হোটেল নয়—পর্তুগালের লিসবন এবং মাদেইরাসহ বিশ্বের আরও কিছু জায়গা এই হোটেলের শাখা আছে। ফুটবলার পরিচয় ছাপিয়ে রোনাল্ডো একজন পুরোদস্তর ব্যবসায়ী। পারফিউম, পোশাক, হোটল ছাড়াও করছেন নানা ব্যবসায়। সম্প্রতি ইউটিউবে চ্যানেলও খুলেছেন সৌদি প্রো লিগে খেলা রোনাল্ডো।