
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম
মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচকে নিয়োগ দিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পিএম

জেমস প্যামেন্ট
আরও পড়ুন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। তাকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি আইপিএলের আগে পর্যন্ত তিনি ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ। ৭ বছর ধরে মুম্বাইয়ের সঙ্গে কাজ করেছেন তিনি।
প্যামেন্টের জন্ম ইংল্যান্ডে হলেও পেশাদার ক্রিকেট খেলেছেন নিউজিল্যান্ডের অকল্যান্ডের হয়ে। খেলা ছাড়ার পর কোচিংয়ে মনযোগী হন। ২০১৮ সাল থেকেই জেমস প্যামেন্ট ছিলেন ভারতের আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ। সহকারী কোচ হিসেবে খেলোয়াড়দের ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন। এরমাঝে নর্দান ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে।
বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন প্যামেন্ট।
জাতীয় দল বিবেচনায় এর আগে কাজ করেছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সঙ্গে। সেই সঙ্গে অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলের সঙ্গে। এছাড়া নিউজিল্যান্ড ‘এ’ এবং নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে জেমস প্যামেন্টের।