
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৯:২৬ পিএম
‘আকিব থাকলে বাংলাদেশের সঙ্গেও হারবে পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পিএম

আরও পড়ুন
ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দেশের সাবেক তারকা পেসার আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু তার অধীনে ঘরের মাঠের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর নিউজিল্যান্ড সফরেও যাচ্ছেতাই পারফরম্যান্স পাকিস্তানের।
যে কারণে দল নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি দেশের নির্বাচক কমিটিকে পদত্যাগ করতে বলেছেন। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদকেও দায়িত্ব ছাড়তে বলেছেন বাসিত। তার মতে আকিব জাভেদ পাকিস্তানের কোচ থাকলে বাবর আজমরা বাংলাদেশের সঙ্গেও হারবে।
নিজের ইউটিউব চ্যানেলে কড়া সমালোচনা করে বাসিত আলি বলেছেন, টমেটো বিক্রেতারাও পাকিস্তানের নির্বাচকদের চেয়ে ক্রিকেটটা ভালো বুঝে।
তিনি বলেন, ‘নির্বাচক কমিটির পদত্যাগ করা উচিত। কীভাবে দল সাজাতে হয়, তারা জানেই না। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এখন পর্যন্ত, বাজে সময় যাচ্ছে। এমনকি টমেটো বিক্রেতাও জিজ্ঞাস করছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পিনার নেওয়া হয়নি কেন।’
সাবেক এই ক্রিকেটার আরও বলেছেন, ‘আকিবের সরে দাঁড়ানো উচিত। সে যদি চার মাস দায়িত্বে থাকে তাহলে বাংলাদেশের বিপক্ষেও পাকিস্তান হারবে।’