
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম
ফিলিস্তিনে ইসরাইলি হত্যাযজ্ঞের কড়া সমালোচক ছিলেন মারাদোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা এখন পৃথিবীতে নেই। এই কিংবদন্তির মহাপ্রয়াণ হয়েছে বছর চারেক আগেই। কিন্তু এখনো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে ভাস্বর তার পায়ের জাদু। তবে শুধু ফুটবলীয় প্রতিভার কারণেই নয়–প্রতিবাদী কণ্ঠস্বর আর মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও মারাদোনার জুড়ি ছিল না।
এক যুগেরও বেশি সময় আগে মারাদোনা নিজেকে ‘ফিলিস্তিনি জনগণের সবচেয়ে বড় ভক্ত’ বলে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি তাদের শ্রদ্ধা করি এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। আমি কোনো ভয় ছাড়া ফিলিস্তিনকে সমর্থন করি।’
২০১৪ সালে গাজায় ধ্বংসযজ্ঞ চালায় দখলদার ইসরায়েল। জায়নবাদী ইসরাইলের নির্বিচার হামলায় তখন অন্তত তিন হাজার ফিলিস্তিনি প্রাণ হারান। ইসরাইলের সমালোচনা করে মারাদোনা সে সময় বলছিলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে যা করছে, তা লজ্জাজনক।’
২০১৮ সালের জুলাইয়ে রাশিয়ার মস্কোতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেছিলেন। যেখানে তিনি আবারও তার দীর্ঘদিনের ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আব্বাসকে আলিঙ্গন করে বলেন, ‘আমার হৃদয়ে আমি ফিলিস্তিনি’ এবং সেই মুহূর্তের একটি ভিডিও তার ইনস্টাগ্রাম পেজে আপলোড করা হয়।
মারাদোনার মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছিল ফিলিস্তিনে। হামাসের তৎকালীন মুখপাত্র সামি আবু জুহরি এক টুইটবার্তায় মারাদোনার পরিবার এবং বিশ্বজুড়ে তার অগণিত ভক্ত-সমর্থকের প্রতি শোক প্রকাশ করে লিখেছিলেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত, মারাদোনার মৃত্যুতে যিনি ফিলিস্তিন বিষয়ক আন্দোলনের জন্য পরিচিত।’
ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ
আরও পড়ুন