
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ১০:০০ পিএম
নাসিরের প্রত্যাবর্তনে পাল্টে গেল রূপগঞ্জ টাইগার্স

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৪:০২ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
আবাহনী লিমিটেডে খেলার কথা ছিল নাসির হোসেনের। টাকায় বনাবনি হয়নি। যোগ দেন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবে। আজ নিষেধাজ্ঞা মুক্তির পর মাঠেও নেমে যান। বোলিংয়ে দাপট দেখানোর পর ব্যাটিংয়েও নামেন। ঢাকা প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা তার দলও পায় দাপুটে এক জয়।
সোমবার মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নাসিরদের প্রতিপক্ষ ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৮ ম্যাচে ৬ জয় তুলে শীর্ষ তিনে আছে তারা। ১২ দলের লিগে নাসিররা ছিলেন ১১ নম্বরে। সোমবার গাজী গ্রুপকে ৮ উইকেটে হারিয়ে এক লাফে উঠেছে নয় নম্বরে।
এনামুল হক বিজয়দের বিপক্ষে এদিন নিয়ন্ত্রিত বোলিং করেছিলেন আল-আমিন জুনিয়রদের দল। মহিউদ্দিন তারেকের ৩টি ও হুসনা হাবিব মেহেদী এবং ফয়সালের দুটি করে উইকেটে ১৫৯ রানে থামে গাজী গ্রুপ।
প্রত্যাবর্তনের ম্যাচে নাসির ছিলেন যথেষ্ট কৃপণ। প্রায় ২০ মাস পর প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফেরা নাসির ১০ ওভারে খরচ করেছেন মোটে ৩১ রান। প্রত্যাবর্তনের দিনে একটি উইকেটও নিয়েছেন। প্রতিপক্ষের ওপর চাপও বাড়িয়েছিলেন। পরে ব্যাটিংয়ে করেন ৯ রান। তবে তার আগেই ম্যাচ নিজেদের করে নেয় রূপগঞ্জ টাইগার্স।
দেড়শ ছাড়ানো লক্ষ্যে রূপগঞ্জের দুই ওপেনার গড়ে দেন জয়ের ভিত। আবদুল মিজ ৫৩ রানে ফেরেন রিটায়ার্ট হার্ট হয়ে, অমিত মজুমদার করেন ৭৬ রান। নাসির নেমেছিলেন তিনে। তবে ব্যর্থ হন। পরের জুটিতে আসাদউল্লাহ আল গালিবের ১৩ ও অধিনায়ক আল-আমিনের ২ রানে জয় তুলে নেয় রূপগঞ্জ।
লিগে এটি তাদের দ্বিতীয় জয়। ৫ পয়েন্ট নিয়ে নাসিরদের দল এখন টেবিলের নয় নম্বরে। রাউন্ড রবিন লিগের বাকি দুই ম্যাচের দুটিতে জিতলে রেলিগেশন সেভ হলেও হতে পারে।