
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পিএম
পিএসএলে আসছে নতুন প্রযুক্তি, বদলে যাবে আম্পায়ারিংয়ের চেহারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৭:১০ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ক্রিকেটে এখন প্রযুক্তির জোয়ার চলছে। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থেকে শুরু করে নানা ধরনের প্রযুক্তি ক্রিকেটে স্বচ্ছতা যেমন বৃদ্ধি করেছে, তেমনি খেলার আবেদনও বাড়াচ্ছে। এরই ধারবাহিকতায় এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি।
পিএসএলে নতুন প্রযুক্তির মাধ্যমে আম্পায়ারিংকে আরও স্বচ্ছ ও নিখুঁত করার চেষ্টা করা হচ্ছে। ম্যাচ অফিসিয়ালস টেকনোলজি (এমওটি) নামের এই প্রযুক্তি এর আগেও পিএসএলে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল।
রোববার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই প্রযুক্তি প্রয়োগ হলে স্বয়ংক্রিয়ভাবে নো বল ধরা পড়বে। একই সঙ্গে রিপ্লেতে থাকবে একাধিক স্ক্রিন। ফলে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
এমওটি’র অংশ হিসেবে থাকবে আম্পায়ার কমিউনিকেশন সিস্টেম (মাঠের উপর এবং মাঠের বাইরে) , মাল্টিস্ক্রিন রিপ্লে ভিউয়ার, আল্ট্রামোশন ক্যামেরা ব্যবহার করে অটো নো-বল শনাক্তকরণ, রিয়েল-টাইম DRS এবং ইনিংস টাইমার, তৃতীয় আম্পায়ারের জন্য ট্যাবলেট-ভিত্তিক লগিং, ম্যাচ রেফারিদের জন্য তাৎক্ষণিক ক্লিপ অ্যাক্সেস এবং উন্নত রিভিউয়ের জন্য এম্বেডেড কমিউনিকেশন ও মাইক অডিও।
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল পর্দা উঠছে পিএসএলের দশম আসরের। রাওয়ালপিন্ডিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বতমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্স।