
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম
হাউমাউ করে কেঁদেছেন হার্দিক, সান্ত্বনাতেও কাজ হয়নি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৫:৫০ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
আইপিএল ইতিহাসে যৌথভাবে সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের মতো তারাও পাঁচটি আইপিএল শিরোপা জয় করেছে। অথচ গত দুই মৌসুম ধরে মুম্বাই যেন নিজেদের হারিয়ে খুঁজছে। গত মৌসুমে টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তারা। এবারও তাদের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো।
চলতি আইপিএলে প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স। সবশেষ গত শুক্রবার (৪ এপ্রিল) লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হারের পর নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি হার্দিক। ম্যাচ শেষে ডাগআউটে হাউমাউ করে কাঁদতে দেখা গেছে তাকে।
লক্ষ্ণৌয়ের বিপক্ষে ২০৪ রান তাড়া করতে নেমে একটা সময় মনে হচ্ছিল মুম্বাই জিতবে। কিন্তু নিয়মিত উইকেট হারিয়ে নিজেদের পথ কঠিন করে তোলে দলটি। শেষ ওভারে তাদের জিততে দরকার ছিল ২২ রান। প্রথম বলে ছক্কা মারেন হার্দিক। কিন্তু পরের দুই বলে রান না আসায় ম্যাচ সেখানেই শেষ হয়ে যায়। মুম্বাই হেরে যায় ১২ রানে। ১৬ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন হার্দিক। হার নিশ্চিত জেনে একবার ব্যাট ছুড়ে ফেলতেও দেখা যায় তাকে।
ম্যাচের শেষে যখন দুই দলের ক্রিকেটারেরা হাত মেলাচ্ছেন, তখন দেখা যায় ডাগ আউটের দিকে একা একা দাঁড়িয়ে আছেন হার্দিক। দেখে মনে হচ্ছিল, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তিনি কাঁদছেন। হার্দিককে দেখে মুম্বাইয়ের এক সাপোর্ট স্টাফ এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু হার্দিককে সামলানো যাচ্ছিল না।
গত মৌসুমে দীর্ঘদিনের অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের কাঁধে নেতৃত্বভার তুলে দেয় মুম্বাই। কিন্তু এই সিদ্ধান্ত মুম্বাইয়ের সিংহভাগ সমর্থক মানতে পারেননি। তারা মাঠে হার্দিককে দুয়োও দিয়েছেন। হার্দিকের সামনে সুযোগ ছিল মাঠে ব্যাটে-বলে জবাব দেওয়ার। কিন্তু দলের হতশ্রী পারফরম্যান্সে তার পীড়া বেড়েই চলেছে। তাই এবার আবেগে বাধ দিতে পারলেন না ভারতীয় এই অলরাউন্ডার।
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন