
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ১০:১২ পিএম
৩৪৪ রান করেও থামার নাম নেই, ইংলিশ তারকার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০২:৪১ পিএম
-67f23e1c2ccfe.jpg)
ছবি:সংগৃহীত
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটা খুব বেশি সমৃদ্ধ নয় টম বান্টনের। ইংল্যান্ডের জার্সি গায়ে জড়িয়ে খেলেছেন মোটে ৭টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি। তবে ঘরোয়া পর্যায়ে তিনি যে সেরাদেরই একজন সেটা আরও একবার জানালেন এই উইকেটরক্ষক ব্যাটার। গড়লেন রেকর্ড।
সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের সুদীর্ঘ ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন বান্টনের। রেকর্ড গড়া ইনিংস খেলেও তিনি অপরাজিত আছেন ৩৪৪ রানে। এই অবস্থায় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কোথায় থামবেন এই ব্যাটার। কেননা, উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন শেষেই এই ৩৪৪ রান করেছেন তিনি। তৃতীয় দিনে রোববার মাঠে নামবেন চারশতে চোখ রেখে।
এদিন বান্টন ভেঙে দিয়েছেন জাস্টিন ল্যাঙ্গারের রেকর্ড। ২০০৬ সালে সারের বিপক্ষে ৩৪২ রানের ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। যাকে এদিন ছাড়িয়ে গেছেন বান্টন। এছাড়াও সমারসেটের হয়ে ট্রিপল সেঞ্চুরি করা মাত্র অষ্টম ব্যাটসম্যান এখন বান্টন। সবশেষটি করেছিলেন জেমস হিলড্রেথ, ২০০৯ সালে।
রেকর্ড গড়তে মোট ৪৯৬ মিনিট ক্রিজে কাটিয়েছেন বান্টন। পরিচয় দিয়েছেন ধৈর্যের। অথচ তার মূল পরিচিতি সীমিত ওভারের বিশেষজ্ঞ হিসেবে। কেননা, এই ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেঞ্চুরি ছিল তিনটি, কিন্তু বিশ ওভারের ক্রিকেটে শতরান করে ফেলেছেন চারটি।
রেকর্ড গড়া ৩৪৪ রান করার পথেও বেশ আগ্রাসী ছিলেন বান্টন। ব্যাট করেছেন ৯০.২৮ স্ট্রাইক রেটে! ৩৮১ বলের ইনিংসে চার মেরেছেন ৫৩টি, ছক্কা ১টি। তাতে ৬ উইকেটে ৬৩৭ রান নিয়ে দিন শেষ করেছে সমারসেট।