
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০২:১৭ এএম
বড় ম্যাচের আগে চোট, মাঠের বাইরে জামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০১:২৯ পিএম

আরও পড়ুন
বায়ার্ন মিউনিখের সামনে বড় পরীক্ষা নিয়ে হাজির হতে চলেছে ইন্টার মিলান। আগামী বুধবারে খেলবে দল দুটো। তার ঠিক আগে বায়ার্ন পেল দুঃসংবাদ। মিডফিল্ডার জামাল মুসিয়ালা পেয়েছেন চোট।
এই ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে খেলতে পারবেন না। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন।
অগসবুর্গের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন মুসিয়ালা। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাকে বদলি করে মাঠে নামানো হয় থমাস মুলারকে। চোট পাওয়ার পর সঙ্গে সঙ্গে তিনি হাত তুলে সাইড বেঞ্চে ইশারা করেন।
২২ বছর বয়সী এই জার্মান মিডফিল্ডার বর্তমানে বায়ার্নের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার অনুপস্থিতি ক্লাবের জন্য বড় ধাক্কা। ইনজুরির কারণে আগে থেকেই দলে নেই আলফোনসো ডেভিস, ডায়ো উপামেকানো, হিরোকি ইতো, ম্যানুয়েল নয়্যার, কিংসলে কোমান ও আলেক্সান্ডার পাভলোভিচ।
তবে ইনজুরি সংকটের মধ্যেও বায়ার্ন অগসবুর্গকে ৩-১ গোলে হারিয়ে বুন্দেসলিগায় শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে। তারা এখন দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুসেনের চেয়ে নয় পয়েন্টে এগিয়ে।
চ্যাম্পিয়নস লিগের প্রথম কোয়ার্টার ফাইনাল মঙ্গলবার বায়ার্নের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। ফিরতি লেগ পরের সপ্তাহে মিলানে। উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়।