
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ পিএম
তামিমের দায়িত্ব হৃদয়ের কাঁধে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে চওড়া কাঁধে টানছিলেন তামিম ইকবাল। গত ২৪ মার্চ লিগ চলাকালে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, ব্লক পরানো হয় তামিমের হার্টে। এখন আছেন পুরোপুরি বিশ্রামে। এমন সময় নেতৃত্ব নিয়ে বিড়ম্বনায় পড়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। তারকা ঠাসা দলটিতে নেতৃত্বের আর্মব্যান্ড পাওয়ার দৌড়ে আছেন অনেকেই।
তবে ক্লাবটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন ইঙ্গিত দিয়েছেন তামিমের দায়িত্ব বর্তাতে পারে তাওহীদ হৃদয়ের কাঁধে, ‘চলতি প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছে তাওহীদ হৃদয়। শেষ ম্যাচেও দায়িত্ব পালন করেছে সে। আগামীকাল আমাদের অফিশিয়াল অনুশীলন রয়েছে, সেখান থেকেই মূল সিদ্ধান্ত জানানো হবে।’
জাতীয় দলের একাধিক খেলোয়াড় আছে মোহামেডানে। নেতৃত্ব পাওয়ার তালিকায় আছেন— মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, তাইজুল ইসলাম। এই দলের হয়ে খেলছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে নেতৃত্বে কে আসবেন, তা এখনও নিশ্চিত করেনি ক্লাবটি। কিন্তু ক্লাবের ম্যানেজার শিপন আজ বিকালে আলাদা করে বলেছেন হৃদয়ের নাম, ‘তাওহীদের কাঁধেই নেতৃত্ব আসার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাব থেকেই নেওয়া হবে।’
জাতীয় দলের ক্যাম্প এবং ক্রিকেটারদের ব্যস্ততায় সবচেয়ে বেশি ভুগতে পারে মোহামেডান। এই দলের হয়ে খেলছেন এমন অনেক খেলোয়াড় আছেন, যারা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ডাক পাবেন। এর মাঝে আবার তামিম নেই।
অসুস্থ হয়ে পড়া তামিমের জায়গায় কাউকে এখনও নেয়নি মোহামেডান। শিপন জানিয়েছেন, খেলোয়াড় নতুন করে নেওয়া হতে পারে, ‘তামিমের জায়গায় এখনো কাউকে নেওয়া হয়নি। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তামিমের মতো খেলোয়াড়ের জায়গা পূরণ করা সত্যিই কঠিন।’
ঈদের ছুটি শেষে দুদিন পর ৬ এপ্রিল মাঠে ফিরবে ঢাকা প্রিমিয়ার লিগ। তার আগে শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের আনাগোনা শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে কোনো দল অবশ্য অনুশীলন শুরু করেনি। কাল টেবিলের শীর্ষে থাকা আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জসহ দলগুলো মাঠের প্রস্তুতি সারবে।