
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৩৭ এএম
ক্রিকেটার না হলে কী হতেন, সাজিদের জবাবে সবার চক্ষু চড়কগাছ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পিএম

সাজিদ খান
আরও পড়ুন
নিজের ঘূর্ণিজালে ইংল্যান্ডকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে প্রথম আলোচনায় এসেছিলেন পাকিস্তানি স্পিনার সাজিদ খান। তিন ম্যাচের টেস্ট সিরিজে শান মাসুদের দল যে ইংলিশদের হারিয়েছে, এর পেছনে বড় অবদান রয়েছে তার। ৩১ বছর বয়সি এই ক্রিকেটার দেশের হয়ে খেলেছেন মাত্র ১২টি টেস্ট ম্যাচ। রয়েছে ৫৯টি উইকেট, বোলিং গড় ২৭.২৮।
সম্প্রতি পাকিস্তানের তারকা স্পিনার সাজিদ খান এক টেলিভিশন সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখানেই তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন, যা গোটা পাকিস্তানেই কার্যত তোলপাড় ফেলে দিয়েছে। একজন ক্রিকেটারের মুখ থেকে এমন কথা শুনে হতবাক হয়ে পড়েছেন অনেকেই।
পাকিস্তানি টিভি চ্যানেল এআরওয়াই নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে সাজিদ খানকে প্রশ্ন করা হয়, তিনি ক্রিকেটার না হলে কি হতেন? উত্তরে সাজিদ খান বলে বসেন, ‘আমি তাহলে গ্যাংস্টার হতাম ’। এরপর সঞ্চালক মজা করে বলেন, সেই অ্যাটিচুড বা পার্সোনালিটি সাজিদ এমনিই নিয়ে চলেন।
আরেক প্রশ্নে জবাবে সাজিদ বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবে বাবর আজমকে বেছে নিয়ে বলেন, বিরাট কোহলি ভারতীয়দের মধ্যে সর্বকালের সেরা ক্রিকেটার।
গত বছর শান মাসুদের পাকিস্তান প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে সাজিদ খানকে দলে আনতেই ভাগ্যের চাকা ঘুরে যায়। পিছিয়ে থাকা সিরিজেই পাকিস্তান ২-১ ফলে জিতে নেয়। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে খেলে সেখানেও ১৫টি উইকেট নেন তিনি। যদিও সেই সিরিজ ১-১ ড্র হয়ে যায়।
তবে ২০২১ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট অভিষেকে অবশ্য কোনো উইকেট পাননি এই স্পিনার।