
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম
৮ বছর একই অন্তর্বাস পরে খেলেন ব্রাজিলের এই গোলকিপার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর—প্রবাদটির মতো তর্ক হয়তো পছন্দ নয় এদেরসনের। বিশ্বাসকে মনে আকড়ে ধরেছেন ব্রাজিলের তারকা গোলকিপার। সেই বিশ্বাসই এখন কুসংস্কার। এক দুই নয়, আট বছর একই অন্তর্বাস পরে খেলছেন এদেরসন। ম্যানচেস্টার সিটির হয়ে খেলা তারকা মানছেন—এটা কুসংস্কার, কিন্তু বাদ দিচ্ছেন না।
বিবিসির ‘ফুটবল ফোকাস’ অনুষ্ঠানে এদেরসন নিজেই জানিয়েছেন এই তথ্য। ক্রীড়াবিদদের নানা ধরণের কুসংস্কার থাকে, ব্রাজিলের ৩১ বর্ষী তারকার কি এমন আছে—এমন জিজ্ঞাসা রেখেছিলেন সঞ্চালক শে গিভেন। জবাবে ব্রাজিলের গোলপোস্টের প্রহরী বলেন, ‘আমার একটি মাত্র কুসংস্কারই আছে। একই অন্তর্বাস পরে সব ম্যাচ খেলি।’
এমন কথায় হতবাক হয়ে সঞ্চালক গিভেন পাল্টা প্রশ্ন করেন, ‘পুরো মৌসুমের জন্য একটি অন্তর্বাস?’ জবাবে একটু হেসে সিটি গোলকিপার বলেন, ‘না, ৮ বছর ধরে একই অন্তর্বাস।’ গিভেন আরও অবাক হয়ে যান। নিজেকে সামলে নিয়ে বলেন, ‘কী বলছেন! সেটা (অন্তর্বাস) তো তাহলে খুব একটা ভালো অবস্থায় নেই।’
এদেরসন হেসেই উড়িয়ে দিয়েছেন সবটা। কিন্তু কুসংস্কার যাইহোক না কেন, এদেরসন আছেন দারুণ ছন্দে। ব্রাজিলের হয়ে গ্লাভস পরে নামছেন, প্রিমিয়ার লিগের ক্লাব সিটিরও প্রথম গোলকিপার তিনি।
এই আট বছরে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ইউরোপের অন্যতম সেরা ক্লাবের হয়ে খেলছেন এদেরসন। কাড়িকাড়ি অর্থ কামাচ্ছেন। জিতেছেন প্রায় সবকিছু। আরও তো কত বড় ক্যারিয়ার বাকি, এদেরসন হয়তো সেই সময়েও ওই কুসংস্কার মেনেই চলবেন। তাই যদি হয় কি অবস্থা হবে সেই অন্তর্বাসের!