Logo
Logo
×

খেলা

নতুন বিতর্কে রোহিত, জায়গাটাও কি হারাবেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পিএম

নতুন বিতর্কে রোহিত, জায়গাটাও কি হারাবেন?

ছবি: সংগৃহীত

মুম্বাই ইন্ডিয়ান্স ভিডিওটি ছাড়ার পর কালক্ষেপন করেনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। সেই ৬ সেকেন্ডের ভিডিও নিয়েই রহস্য, জমছে আলোচনা, হচ্ছে বিস্তর সমালোচনাও। রোহিত শর্মা, জহির খান ও রিশভ পন্তের ছোট্ট সেই ভিডিওতে আরেকবার বিতর্কের মুখে পড়েছে ভারত দলের অধিনায়ক রোহিত। হিটম্যানের কেউ পিণ্ডি চটকাচ্ছেন, কেউ জানাচ্ছেন সাধুবাদ।

আইপিএলের দল মুম্বাই ভিডিওটি প্রকাশ করে লিখেছে, ‘কতক্ষণ এই ভিডিওটি দেখতে পারবেন।’ একই ভিডিওতে লক্ষ্ণৌ ক্যাপশন দিয়েছে, ‘এটাই তো সেই মোমেন্ট ইয়ার।’ আদপে ভিডিওতে ছিল কি? ছোট্ট সেই ভিডিওতে রোহিতের কথা শোনা গিয়েছিল।

শোনা যায় রোহিত বলছেন, ‘যো যাব করনা থা ম্যায়নে কিয়া বরাবর সে, আব মেরে কো কুছ করনে কি জরুরত নহি হ্যায়।’ বাংলা তর্জমা করলে এর অর্থ দাঁড়ায়, ‘যখন যা করার ছিল, আমি ঠিকমত করেছি। এখন আমার কিছু করার দরকার নেই।’ 

এই কথোপকথন শুনে অনেক ভক্ত আশঙ্কা করছেন যে, ভারতের অধিনায়ক আবারও এক বিতর্কে জড়াতে চলেছেন। তিনি আবারও ‘ধরা পড়ে গিয়েছেন।’ কেউ কেউ এই কথার মাঝে গতবারে মুম্বাইয়ের নেতৃত্ব সংকটের সময়টাও খুঁজে পাচ্ছেন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি। রোহিতের সেই বক্তব্যও মূলত কিসের জন্য বলা, তাও অনিশ্চিত।

তবে ভক্ত-সমর্থক এখানে রোহিতকে খলনায়কের চরিত্রে দেখছেন। এমনিতে ব্যাটে রান নেই রোহিতের। আইপিএলে মুম্বাইয়ের হয়ে গত তিন ম্যাচে রোহিত করেছেন ০, ৮, ১৩ রান। শঙ্কায় আছেন পরের ম্যাচে একাদশে জায়গা পাওয়া নিয়ে, তার মাঝে নতুন বিতর্ক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম