
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পিএম
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বাফুফের সিনিয়র সহ সভাপতি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৫২ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং কিংসের সভাপতি ইমরুল হাসান প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। হাসপাতালের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিটে) রাখা হয়েছে তাকে।
বিষয়টি নিশ্চিত করেছেন কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘স্যারের বুকে ব্যথা অনুভব করায় দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন। তিনি সিসিইউতে আছেন। তার জন্য সবাই প্রার্থনা করবেন।’