
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫২ পিএম
রিয়াল কোচের বিচার শুরু, হতে পারে ৪ বছরের জেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১০:৪৪ এএম
-67ecc0a8bb2a3.jpg)
আরও পড়ুন
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো আনচেলত্তির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে বুধবার থেকে আদালতে বিচার শুরু হচ্ছে। স্পেনের কর বিভাগে আয় গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচ ২০১৪ ও ২০১৫ সালে তার ইমেজ রাইটস থেকে আয় হওয়া অর্থ কর দপ্তরে ঘোষণা করেননি বলে অভিযোগ উঠেছে। প্রসিকিউটররা বলছেন, আনচেলত্তির কারণে স্পেনের রাজস্ব বিভাগ এক মিলিয়নেরও বেশি ইউরো ক্ষতির সম্মুখীন হয়েছে। এ জন্য তার বিরুদ্ধে চার বছর নয় মাসের কারাদণ্ড চাওয়া হয়েছে। মাদ্রিদের হাইকোর্টে স্থানীয় সময় সকাল ১০টায় বিচার শুরু হবে, যা দুই দিন চলতে পারে। আনচেলত্তি নিজেকে স্পেনের করদাতা হিসেবে নিবন্ধন করলেও রিয়াল মাদ্রিদ থেকে পাওয়া ব্যক্তিগত বেতন ছাড়া অন্য কোনো আয় দেখাননি বলে অভিযোগ রয়েছে। প্রসিকিউটররা বলছেন, তিনি একাধিক ‘জটিল ও বিভ্রান্তিকর’ শেল কোম্পানি ব্যবহার করে তার চিত্রস্বত্ব ও অন্যান্য উৎস থেকে আয় হওয়া অর্থ গোপন করেছেন। ২০২৩ সালে প্রকাশিত আদালতের একটি নথিতে বলা হয়েছে, আনচেলত্তি এই কর ফাঁকির বিষয়ে স্বীকার করেছেন। ফলে আদালতে মামলার রায়ের আগেই প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতার সুযোগ থাকতে পারে, যা তাকে কারাদণ্ডের ঝুঁকি থেকে বাঁচাতে পারে। আনচেলত্তি গত বছর এই মামলা প্রসঙ্গে বলেছিলেন, ‘এটি পুরনো বিষয়, আশা করি শিগগিরই সমাধান হবে।’ বিচারের তারিখ নির্ধারিত হওয়ার পর তিনি আরও বলেন, ‘আইন ও বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, তাই আমি চিন্তিত নই। তবে তারা যদি মনে করে আমি প্রতারণা করেছি, সেটা আমাকে একটু দুঃখ দেয়। আমি আদালতে গিয়ে আমার অবস্থান ব্যাখ্যা করব।’ সম্প্রতি স্পেন সরকার ফুটবল ব্যক্তিত্বদের কর ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। ২০১৯ সালে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিয়ো কর ফাঁকির দায় স্বীকার করে এক বছরের স্থগিত কারাদণ্ড পান। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ আনা হয়েছিল। তারা প্রথমবার অপরাধ করায় কারাদণ্ড স্থগিত করা হয়। ২০২৩ সালে কলম্বিয়ান গায়িকা শাকিরা কর ফাঁকির অভিযোগে আদালতে দোষ স্বীকার করেন এবং তিন বছরের স্থগিত কারাদণ্ডের পাশাপাশি ৭.৩ মিলিয়ন ইউরো জরিমানা দেন। আনচেলত্তি ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন এবং ২০১৫ সালের মে মাসে ক্লাব ছেড়ে দেন। পরে তিনি বায়ার্ন মিউনিখের কোচ হন। এরপর নাপোলি ও এভারটনে কাজ করে ২০২১ সালে আবার রিয়াল মাদ্রিদে ফেরেন। তিনি কোচ হিসেবে রেকর্ড পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন, যার মধ্যে তিনটি রিয়াল মাদ্রিদের হয়ে। এছাড়া তিনি ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনের লিগ শিরোপাও জিতেছেন।