
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৫২ পিএম
ঈদে পাঞ্জাবি পরা ছবি শেয়ার করে ট্রলের শিকার বাবর আজম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১১:২৫ পিএম
-67ec21877123c.jpg)
ছবি: সংগৃহীত
মুসলমানের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। বিশেষ এই দিনে পাঞ্জাবি পরে থাকেন পুরুষরা। পাকিস্তানেরর অন্যতম তারকা ক্রিকেটার বাবর আজমও বিশেষ এই দিনে পাঞ্জাবি পরে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে তা নিয়েই এখন হচ্ছে ট্রল। পাকিস্তানের অন্যতম স্টাইলিশ এই ক্রিকেটারের ড্রেস সেন্স নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
সাধারণ পাঞ্জাবির ডিজাইনের চেয়ে কিছুটা ব্যতিক্রমধর্মী পাঞ্জাবি পরেছিলেন বাবর। যা নিয়েই এখন হচ্ছে হাস্যরস। কেউ কেউ তো বাবরের এই ড্রেসকে তুলনা করছেন মেয়েদের সালোয়ার কামিজের সঙ্গেও।
এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করার পর উমায়ের নামের একজন লিখেছেন ‘দুপাট্টা কেদার হ্যায় তেরা’। অর্থাৎ দুপাট্টা কোথায়? আরেকজন লিখেছেন, মেয়েদের সালোয়ার কামিজ পরা কি জরুরি ছিল? অন্য কিছু পরা যেত। এটাতো কুর্তা পায়জামা কাম সালোয়ার কামিজ।
এর মধ্যে বাবরের ব্যাটে রান খরার প্রসঙ্গটাও টেনে আনছেন কেউ। একজন লিখেছেন, ব্যাটিং ভালো না, ইংরেজি ভালো না; ড্রেসিং সেন্সও...!!! কেউ কেউ আবার ডিজাইনার পরিবর্তনের পরামর্শও দিয়েছেন। লিখেছেন, ঈদ মোবারক বাবর। ডিজাইনারকে ছাঁটাই করে নতুন কাউকে আনো।
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর তোপের মুখে পড়েন বাবর আজম। ছিলেন না নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। যদিও চলমান ওয়ানডে সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছেন। প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৮৩ বলে ৭৮ রানের ইনিংস খেললেও দল জিততে পারেনি।