
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পিএম
২০২২ বিশ্বকাপ ফাইনালের পর আবারও মুখোমুখি মেসি-লরিস

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পিএম

লিওনেল মেসি ও হুগো লরিসের শেষ দেখা হয়েছিল ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে। সেই ম্যাচ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল বনে গেছে। মেসি তার ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা পূরণ করেন বিশ্বকাপটা জিতে। অন্যদিকে, লরিস ফ্রান্সকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতানোর সুযোগ হারান।
প্রায় আড়াই বছর পর আবার দেখা হচ্ছে এই দুই তারকার। এবার ক্লাব ফুটবলে, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে। মেসির ইন্টার মায়ামি খেলবে লরিসের এলএএফসির বিপক্ষে। প্রথম লেগ হবে ২ এপ্রিল লস অ্যাঞ্জেলসে। এক সপ্তাহ পর ফিরতি ম্যাচ হবে মায়ামিতে।
মেসি কিছুদিন বিশ্রাম ও চোটের কারণে খেলতে পারেননি। তবে তিনি ফিট হয়ে ফিরেছেন। ফিলাডেলফিয়ার বিপক্ষে বদলি নেমে গোলও করেছেন। অন্যদিকে, লরিস জানেন মেসিকে থামানো সহজ নয়।
তিনি লা নাসিওনকে বলেছেন, ‘আমি যখনই লিওর বিপক্ষে খেলি বিশেষভাবে প্রস্তুতি নিই। এটা সবসময়ই কঠিন কাজ।’ তিনি আরও বলেন, ‘ইন্টার মায়ামিতে শুধু মেসিই নেই, আছে লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস, জর্দি আলবার মতো খেলোয়াড়ও। তাই অবশ্যই ভালোভাবে প্রস্তুত হতে হবে।’
লরিস অতীতেও মেসিকে হারিয়েছেন। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্স ৪-৩ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল। পরে তারা বিশ্বকাপও জেতে। তবে ২০২২ বিশ্বকাপ ফাইনালে মেসি লরিসের দলকে হারিয়ে দেন।
লরিস মেসির প্রতি তার শ্রদ্ধার কথাও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি কখনও মেসির জার্সি নিতে পারিনি… আমি লিওর প্রতি অনেক শ্রদ্ধা রাখি। আমার মতে, তিনি সেরা খেলোয়াড়দের তালিকার শীর্ষে আছেন। আমি এমন এক প্রজন্মের মানুষ, যারা লিওকে দেখেছে এবং তার বিপক্ষে খেলেছে।’