
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পিএম
রোনালদো হতে পারবেন এমবাপ্পে, বিশ্বাস কোচের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১০:৫৩ এএম

আরও পড়ুন
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, কিলিয়ান এমবাপ্পে ক্লাবের কিংবদন্তি হতে পারেন, যেমনটি হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
এমবাপ্পে ছোটবেলা থেকেই রোনালদোর ভক্ত ছিলেন। গত গ্রীষ্মে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর, তিনি প্রথম মৌসুমেই ৩৩ গোল করেছেন, যা রোনালদোর রিয়াল ক্যারিয়ারের প্রথম মৌসুমের গোলসংখ্যার সমান।
আনচেলত্তি বলেন, ‘আমি চাই এমবাপ্পে রোনালদোর মতো সফল হোক। আমি মনে করি, সে তা পারবে। এর মানে, সে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হবে, যেমন রোনালদো।’
রোনালদো ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং ২০১৮ সালে ক্লাব ছেড়ে যাওয়ার আগে ৪৫০ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন।
বর্তমানে আল-নাসরে খেলা ৪০ বছর বয়সী রোনালদো রিয়ালে প্রথম মৌসুমে ৩৫ ম্যাচে ৩৩ গোল করেছিলেন। এমবাপ্পে, যিনি এখন ২৬ বছর বয়সী, গত শনিবার লেগানেসের বিপক্ষে দুটি গোল করে রোনালদোর সেই রেকর্ড স্পর্শ করেন।
এমবাপ্পে বলেন, ‘রোনালদো রিয়াল মাদ্রিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা সবাই জানি। আমার জন্যও তিনি বিশেষ কেউ। আমরা কথা বলি, তিনি আমাকে অনেক পরামর্শ দেন।’
এই মৌসুমে রিয়াল মাদ্রিদ এখনো তিনটি প্রতিযোগিতায় লড়াই করছে। ফলে এমবাপ্পের গোলসংখ্যা আরও বাড়ার সুযোগ আছে।