
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৭:২৫ এএম
অভিষেকেই রেকর্ড অশ্বিনীর, মুম্বাইয়ের সামনে দাঁড়াতেই পারল না কলকাতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১২:৩৭ এএম
-67eae0d1b5a00.jpg)
ছবি: সংগৃহীত
ওয়াংখেড়ে স্বপ্নের এক অভিষেক হয়ে গেল ২৩ বছর বয়সি পেসার অশ্বিনী কুমারের। আইপিএলে অভিষেক ম্যাচে যেই কীর্তি নেই আর কারো। সেটাই আজ করে দেখালেন তিনি। মাত্র ২৪ রান খরচায় কলকাতা নাইট রাইডার্সের ৪ ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেসার। তাতেই দফারফা কলকাতার।
ওয়াংখেড়ে কলকাতাকে এদিন মাত্র ১১৬ রানে গুঁড়িয়ে দিয়েছে মুম্বাই বোলাররা। পরে সহজ লক্ষ্য দলটি তাড়া করে ম্যাচ জিতেছে ৪৩ বল ও ৮ উইকেট হাতে রেখে। যা টুর্নামেন্টে মুম্বাইয়ের প্রথম জয়।
এদিন শুরুতেই কলকাতার ব্যাটারদেও ওপর চেপে বসে মুম্বাইয়ের বোলাররা। রাঘুবংশির ২৬ রান ছাড়া বলার মতো রান করতে পারেনি দলটির কোনো ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে রামদ্বীপ সিংয়ের ব্যাট থেকে।
বোলারদের গড়ে দেওয়া ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে মুম্বাইয়ের ব্যাটাররা। রোহিত শর্মা দ্রুত ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রায়ান রিকেল্টন। ৪১ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন তিনি। সূর্য করেছেন ৯ বলে ২৭ রান।
চলমান আইপিএলে তিন ম্যাচ শেষে এটাই প্রথম জয় মুম্বাইয়ের। তাতে দলটির অবস্থান এখন ৬ নম্বরে। অন্যদিকে তলানিতে গিয়ে ঠেকেছে কলকাতার অবস্থান। এ তালিকায় সবার ওপরে বেঙ্গালুরু।
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন